Indian Rail: কোন কোন স্টেশনে খাবার নিরাপদ, জানুন সেই তালিকা

Indian Railway: ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, সারা দেশে মোট ১৫০টি রেল স্টেশনকে FSSAI থেকে 'Eat Right Station' সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই স্টেশনগুলি নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে এবং যাত্রীদের বিশুদ্ধ খাবার সরবরাহ করে। এর মধ্যে রয়েছে সারা দেশের প্রধান প্রধান স্টেশনগুলি।

Indian Rail: কোন কোন স্টেশনে খাবার নিরাপদ, জানুন সেই তালিকা
ভারতীয় রেলImage Credit source: Pixabay

Mar 03, 2024 | 5:39 AM

নয়া দিল্লি: ট্রেনে সফর করার সময় খাবার খেতে ভয় পান অনেকেই। বাড়ি থেকে খাবার নিয়ে যান কেউ কেউ। খাবার খারাপ হলে রাস্তায় অসুস্থ হয়ে পড়ার ভয় থাকে, ফলে ঝুঁকি নিতে চান না কেউ। এবার রেলের খাবারও FSSAI সার্টিফিকেট পাচ্ছে।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, সারা দেশে মোট ১৫০টি রেল স্টেশনকে FSSAI থেকে ‘Eat Right Station’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই স্টেশনগুলি নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে এবং যাত্রীদের বিশুদ্ধ খাবার সরবরাহ করে। এর মধ্যে রয়েছে সারা দেশের প্রধান প্রধান স্টেশনগুলি। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এতে উপকৃত হবেন যাত্রীরা। এর মধ্যে মেট্রো স্টেশনও রয়েছে।

কোন রাজ্যে কোন স্টেশনে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে দেখে নিন

দিল্লি- নয়া দিল্লি, পুরাতন দিল্লি, নরেলা, হযরত নিজামুদ্দিন, আনন্দ বিহার, ওখলা স্টেশন।

উত্তরপ্রদেশ- ঝাঁসি, মিরাট সিটি রেলওয়ে স্টেশন, বাদশানগর, বারনসী, লখনউ, আগ্রা, গোরক্ষপুর, অযোধ্যা, কানপুর, বারাণসী ক্যান্ট, প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। এছাড়াও বিশ্ববিদ্যালয় এবং আইআইটি মেট্রো স্টেশন কানপুর, ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন এবং সেক্টর ৫১ মেট্রো স্টেশন নয়ডা।

মধ্যপ্রদেশ- বেতুল, নাগদা, মাইহার, সাতনা, কাটনি মুরওয়ারা, কাটনি জংশন, জবলপুর, রেওয়া, উজ্জাইন, ডাবউরা, রুথিয়াই, গুনা, খুরাই, মাক্রোনিয়া, ভোপাল, হাবিবগঞ্জ, গোয়ালিয়র, সাগর স্টেশন।

রাজস্থান – কোটা, যোধপুর, বিকানের, গান্ধীনগর জয়পুর, আলওয়ার, আজমির, জয়পুর স্টেশন।