বেঙ্গালুরু: আকাশে উড়তেই বিপত্তি। মাঝ আকাশে পৌঁছতেই বিমানের ইঞ্জিনে ধরে গেল আগুন। যাত্রীদের প্রাণ বাঁচাতে আবার বিমানবন্দরেই ফিরিয়ে আনা হল বিমান। জারি করা হল ইমার্জেন্সি। বিমানে আগুন লাগাকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা ছড়াল বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দরে হুড়োহুড়ি, চিৎকার। যে যেভাবে পারল, পালানোর চেষ্টা করল। শনিবার রাতে এমনটাই দৃশ্য দেখা গেল বেঙ্গালুরু বিমানবন্দরে। আগুন ধরে যায় কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে আবার ফিরিয়ে আনা হয় বিমানটিকে।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা ১২ মিনিট নাগাদ কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স ১১৩২ বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানের একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। ল্যান্ডিং করার পরই দ্রুত আগুন নেভানো হয়। সুরক্ষিতভাবে ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বারদের বিমান থেকে বের করে আনা হয়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ইমার্জেন্সি জারি করা হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়, বেঙ্গালুরু থেকে কোচির উদ্দেশে রওনা দেওয়ার পরই পাইলট লক্ষ্য করেন যে বিমানের একটি ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই তিনি নিয়ম মেনে ল্যান্ডিং করানো হয়। গ্রাউন্ড সার্ভিসও লক্ষ্য করে যে ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বিমান থেকে যাত্রীদের বের করে আনা হয়। এয়ারলাইন্সের তরফে জানানো হয়, সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কেউ আহত হননি। কীভাবে বিমানের ইঞ্জিনে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও এই ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার একটি বিমানের এসি ইউনিটে আগুন লেগে যায়।