
নয়া দিল্লি: কাশ্মীরের বাসিন্দা নয়, এমন ভারতীয়দের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ। ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, তার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। অনুচ্ছেদ ৩৫এ-তে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ কিছু অধিকার ও সুযোগ দেওয়া ছিল। ২০১৯ সালে ৩৭০-এর পাশাপাশি, ৩৫এ-তে দেওয়া বিশেষ অধিকারও অবলুপ্ত হয়।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মৌখিক পর্যবেক্ষণ হল, ৩৫এ অনুচ্ছেদ বাকি ভারতীয়দের তিনটি মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। সেই তিনটি অধিকার হল, যে কোনও জায়গায় স্থাবর সম্পত্তি কেনা বা অধিকার করা, যে কোনও জায়গায় সরকারি চাকরি করা ও যে কোনও জায়গায় বসবাস করা। ৩৫এ অনুচ্ছেদ কার্যকর থাকায় কাশ্মীরে এই অধিকারগুলি থেকে বঞ্চিত হতেন বাকি রাজ্যের নাগরিকেরা।
আর্টিকল ৩৭০ নিয়ে শুনানির সোমবার ছিল ১১তম দিন। এ দিন কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করতে গিয়ে বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত দেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে কাশ্মীরের মানুষের সমতা এনেছে। যে সব আইন আগে কাশ্মীরের ক্ষেত্রে কার্যকর ছিল না, সেগুলিও কার্যকর হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিল না করা পর্যন্ত এমন অনেক আইন কাশ্মীরে কার্যকর হয়নি, যার মধ্যে অন্যতম শিক্ষার অধিকার।
উল্লেখ্য, ২০১৯ সালে বাতিল হয় অনুচ্ছেদ ৩৭০। তারই অধীন ছিল এই ৩৫এ। তার আগে পর্যন্ত জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হত, ২০১৯-এর পর যার অবসান হয়। এরপরই জম্মু ও কাশ্মীর (বিধানসভা-সহ) এবং লাদাখ (বিধানসভা ছাড়া) এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় ওই রাজ্যকে।