নয়া দিল্লি: হাতে মাত্র একদিন। তারপরই দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের (G-20 Summit) আসর। ২০টি দেশের রাষ্ট্রনেতারা আসছেন এই সম্মেলনে যোগ দিতে। সম্মেলন আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর হলেও, তার আগে থেকেই ভারতে চলে আসছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা। আজ, বৃহস্পতিবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আগামিকাল দিল্লি(Delhi)-তে এসে পৌঁছবেন আরও কয়েকজন রাষ্ট্রনেতা। তাঁদের জন্য বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন রাষ্ট্রনেতা কোন হোটেলে থাকছেন-
আজ ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি দিল্লির আইটিসি মৌর্য্য হোটেলে থাকবেন। আগামিকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পরে ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দেবেন তিনি।
জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। ঋষি সুনক থাকবেন সাংগ্রি লা হোটেলে।
জি-২০ সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসার কথা থাকলেও, গত সপ্তাহেই চিনের তরফে জানানো হয়, জিনপিং আসতে পারবেন না। তাঁর বদলে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসবেন প্রিমিয়ার লি কোয়াং। দিল্লির তাজ হোটেলে থাকবেন চিনের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ীয় আসিয়ান সামিটে যোগ দেওয়ার পর ভারতে আসবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি দিল্লির দ্য ললিত হোটেলে থাকবেন।
জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি দিল্লির ইমপেরিয়াল হোটেলে থাকবেন। জি-২০ সম্মেলনের পর তিনি ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেও যাবেন।