G20 Finance Ministers Meet: বিশ্ব অর্থনীতি নিয়ে G20 দেশগুলির সঙ্গে আলোচনা সারলেন অর্থমন্ত্রী সীতারমণ

G20 Finance Ministers Meet: সোমবার থেকে শুরু হওয়া দু দিনের বৈঠকে মূলত বিশ্বের অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, কর সংক্রান্ত নীতির মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

G20 Finance Ministers Meet: বিশ্ব অর্থনীতি নিয়ে G20 দেশগুলির সঙ্গে আলোচনা সারলেন অর্থমন্ত্রী সীতারমণ
সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রীImage Credit source: twitter

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 19, 2023 | 12:09 AM

নয়া দিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে বৈঠক হল জি-২০ দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের মধ্যে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে যে অন্যান্য দেশগুলি ভারতের অ্যাজেন্ডাকে সমর্থন করেছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অর্থমন্ত্রী। গুজরাটের গান্ধীনগরে তৃতীয়বারের জন্য বৈঠকে বসলেন জি ২০ দেশগুলির অর্থমন্ত্রীরা।

সোমবার থেকে শুরু হওয়া দু দিনের বৈঠকে মূলত বিশ্বের অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, কর সংক্রান্ত নীতির মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গত বছর বালিতে অর্থমন্ত্রীদের বৈঠক বসলেও তা ফলপ্রসূ হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মত পার্থক্য সামনে আসায় বৈঠক সফল হয়নি। রাশিয়া ও চিন সেবার দ্বিমত পোষণ করেছিল।

ঋণের বোঝা কমাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, সে ব্যাপারও বৈঠকের বড় অংশ জুড়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মূলত করোনা পরবর্তী সময়, উন্নয়নশীল দেশগুলির ঋণের বোঝা নিয়ে আলোচনা হয়েছে। মূল্যবৃদ্ধি যে সব জায়গাতেই চিন্তার কারণ হয়ে উঠেছে, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

অর্থমন্ত্রী ও গভর্নররা ছাড়াও প্রায় ৫০০ অতিথি অংশ নিয়েছিলেন দু দিনের এই বৈঠকে।