প্রত্যেক রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংগঠনের নেতাদের প্রধানমন্ত্রী খাদি কাপড়ের তৈরি স্কার্ফ উপহার দিয়েছেন। ভারতের খাদি কাপড় সম্পূর্ণ পরিবেশ-বান্ধব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীকও বটে। এছাড়া, ভারতের জি২০ সভাপতিত্বের স্মরণে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিশেষ ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেছিলেন, সেগুলিও উপহার হিসেবে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানদের। কয়েন এবং স্ট্যাম্পের নকশায় ভারতের জি২০ লোগো এবং 'বসুধৈব কুটুম্বকম'-এর স্লোগান খোদাই করা আছে। জি২০ স্মারক মুদ্রাগুলি রুপো, নিকেল, দস্তা এবং তামা দিয়ে তৈরি। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্কধানদের স্ত্রীদেরও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের স্ত্রীকে প্রধানমন্ত্রী মোদী একটি বেনারসি সিল্কের তৈরি স্টোল উপহার দিয়েছেন। স্টোলটি তিনি দিয়েছেন একটি আবলুস কাঠের বাক্সে। কেরলের কারিগররা এই আবলুস কাঠের বাক্সটি তৈরি করেছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীকে প্রধানমন্ত্রী মোদী একটি কাশ্মীরি পশমিনা স্টোল উপহার দিয়েছেন। সেটি উপহার দেওয়া হয়েছে একটি কাগজের মণ্ড দিয়ে তৈরি বাক্সে। জম্মু ও কাশ্মীরের অন্যতম কারুশিল্প পণ্য হল এই বাক্সগুলি। কাগজের মণ্ডের সঙ্গে খড় এবং কপার সালফেটের মিশ্রণ দিয়ে এই বাক্স তৈরি করা হয়।
ভারতের হাত থেকে জি২০ সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার স্ত্রীকে, অজি প্রধানমন্ত্রীর স্ত্রী মতোই একটি কাগজের মণ্ডের বাক্সে কাশ্মীরি পশমিনা স্টোল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
ভারত যাদের হাত থেকে জি২০ সভাপতিত্ব গ্রহণ করেছিল, সেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের স্ত্রীকে কদম কাঠের তৈরি বাক্সে একটি অহমিয়া স্টোল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অসমের দক্ষ কারিগররা মুগা সিল্ক ব্যবহার করে এই স্টোল তৈরি করেছেন। অহমিয়া জনগণের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যক তুলে ধরা হয়েছে এই স্টোলে। স্টোলটি যে এই চুরি একটি কদম কাঠের বাক্সে উপস্থাপন করা হয়। কদম কাঠকে ভারতীয় সংস্কৃতিতে শুভ বলে মনে করা হয়। বাক্সটি তৈরি করেছেন কর্নাটকের কারিগররা।
জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীকে একটি কদম কাঠের বাক্সে কাঞ্জিভরম সিল্কের স্টোল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর কাঞ্চিপুরম গ্রামেই এই সিল্কের কাপড় বোনা শুরু হয়েছিল। তা থেকেই নাম হয়েছে কাঞ্জিভরম সিল্ক। স্টোলটি একটি কদম কাঠের বাক্সে দেওয়া হয়েছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি ভারতীয় বংশোদ্ভূত। তাঁকে একটি কদম কাঠের বাক্সে বেনারসি স্টোল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বারাণসীর তাঁতিরা হাতে করে এই স্টোল বুনেছেন।
মরিশাসের প্রধানমন্ত্রীর স্ত্রীকে সেগুন কাঠের বাক্সে একটি ইক্কত কাপড়ের স্টোল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ওড়িশার তাঁতিরা এই বিশেষ সিল্ক কাপড় তৈরি করেন। ইক্কতের স্টোলটিতে বাঁধনির কাপড় রয়েছে। বারোশ শতকে এই শিল্পের সূচনা হয়েছিল। সেগুন কাঠের বাক্সটি তৈরি করেছেন, গুজরাটের কারিগররা।