নয়াদিল্লি: জি২০ সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা গত সপ্তাহে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে। তাঁদের যাওয়া-আসার ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য দিনরাত এক করে কাজ করে গিয়েছেন দিল্লি পুলিশের শীর্ষপদস্থ আধিকারিক থেকে বিভিন্ন থানায় কর্মরত পুলিশকর্মীরা। তাঁদের সেই কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সপ্তাহে দিল্লি পুলিশের প্রায় ৪৫০ জন কর্মীর সঙ্গে নৈশভোজ সারবেন তিনি। ভারত মণ্ডপম, যেখানে জি২০ সম্মেলন আয়োজিত হয়েছিল, সেখানেই এই নৈশভোজের আয়োজন করা হবে বলে সূত্রে মারফত জানা গিয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই নৈশভোজের জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশের অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই নৈশভোজে কারা উপস্থিত থাকবেন সে জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা প্রতিটি জেলা থেকে পুলিশকর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। অফিসার থেকে কনস্টেবল, যাঁরা জি২০ সম্মেলনের সময় অসাধারণ কাজ করেছেন তাঁদের ওই নৈশভোজে উপস্থিত থাকার জন্য তালিকা তৈরি করতে বলা হয়েছে। এ রকম প্রায় ৪৫০ জনকে নিয়ে এই নৈশভোজ করা হবে বলে জানা যাচ্ছে।
দেশের কোনও অনুষ্ঠানে কর্মীদের ভাল কাজের স্বীকৃতি দিতে এর আগেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নতুন পার্লামেন্ট বিল্ডিং উদ্বোধনের পর সেই কাজে জড়িত নির্মাণকর্মীদের অভিনন্দন জানিয়েছিলেন। একই জিনিস দেখা গিয়েছিল বারাণসীতে মন্দির করিডর তৈরির পর। জি২০ উপলক্ষে ভাল কাজের জন্য ইতিমধ্যেই দিল্লির পুলিশকর্মীদের পুরস্কৃত করেছেন দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা। এই স্বীকৃতি হিসাবে সার্টিফিকেটও প্রদান করা হয়েছে পুলিশকর্মীদের।