জয়পুর: শীঘ্রই ‘নিজে থেকেই’ ভারতের সঙ্গে মিশে যাবে পাক-অধিকৃত কাশ্মীর। নির্বাচনমুখী রাজস্থানের দৌসায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভিকে সিং। সম্প্রতি ভারতে চলে আসার জন্য, পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত খুলে দেওয়ার জাবি তুলেছে পাক অধিকৃত কাশ্মীরের শিয়া মুসলমান সম্প্রদায়। সেই দাবিক বিষয়েই দৌসায় এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীকে। জবাবে জেনারেল ভিকে সিং বলেছেন, “শীঘ্রই নিজে থেকেই ভারতের সঙ্গে একীভূত হবে পাক অধিকৃত কাশ্মীর। একটু অপেক্ষা করুন।”
নির্বাচনকে সামনে রেখে রাজস্থানে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। রাজ্য জুড়ে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরাও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই উদ্দেশ্যেই দৌসায় এসেছিলেন জেনারেল ভিকে সিং। শুধু পাকিস্তান নয়, বিদেশ রাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় চিনের আগ্রাসন নিয়েও। সম্প্রতি, চিন এক সরকারি মনচিত্র প্রকাশ করেছে। মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকেও তাদের নিজেদের এলাকা বলে দাবি করেছে বেজিং। এই বিষয়ে ভিকে সিং বলেছেন, “এটা চিনের পুরোনো অভ্যাস। শুধুমাত্র ভারতের কিছু অংশ নিয়ে মানচিত্র প্রকাশ করে, ওরা কিছু করতে পারবে না। এতে কিছু বদলাবে না। কোন এলাকাগুলি আমাদের, আমাদের সরকারের তা স্পষ্ট করে দিয়েছে। অবান্তর দাবি করলেই অন্য লোকের এলাকা আপনার হয়ে যায় না।”
প্রসঙ্গত, ভারত কখনই পাক অধিকৃত কাশ্মীরের উপর থেকে নিজের দাবি ছাড়েনি। অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে। চলতি বছরের মে মাসে গোয়ার এসসিও গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন, তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তাঁর সামনেই, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তহবিল জোগানের জন্য পাকিস্তানের কড়া সমালোচনা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ‘অবৈধভাবে দখল করা এলাকা’ কখন তারা ফাঁকা করে দেবে, এই শ্বস্তিকর প্রশ্নও তুলেছিলেন।
জেনারেল ভিকে সিং-এর মন্তব্যের প্রেক্ষিতে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “আমাদেরও স্বপ্ন অখণ্ড ভারত। যদি সেই লক্ষ্যে কোনও পদক্ষেপ করা হয়, তা অবশ্যই ভাল। আমরা স্বাগত জানাব। তবে, তার আগে সরকারের উচিত মণিপুরের হিংসা নিয়ন্ত্রণে পদক্ষেপ করা।”