German Chancellor Scholz: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই দিল্লির রাস্তায় দাঁড়িয়ে চা পান জার্মান চ্যান্সেলরের

German Chancellor Scholz: রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। ভারতে জার্মান দূতাবাসের তরফে সেই ছবি টুইটও করা হয়েছে।

German Chancellor Scholz: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই দিল্লির রাস্তায় দাঁড়িয়ে চা পান জার্মান চ্যান্সেলরের
ছবি সৌজন্যে: টুইটার

| Edited By: অঙ্কিতা পাল

Feb 27, 2023 | 12:15 PM

নয়া দিল্লি: দু’দিনের সফরে ভারতে এসেছিলেন জার্মান চ্যান্সেলর (German Chancellor) ওলাফ শোলজ (Olaf Scholz)। গতকালই এই দেশে ছিল তাঁর শেষ দিন। আর সফরের শেষদিনে রবিবাসরীয় চায়ে ডুব দিতে দেখা গেল শোলজকে। গতকাল দিল্লির চাণক্যপুরীতে একটি রাস্তার পাশের দোকান থেকে চা খান জার্মান চ্যান্সেলর। ভারতে জার্মান দূতাবাসের তরফে শোলজের সেই চা খাওয়ার ছবি টুইটারে পোস্ট করা হয়েছে।

দূতাবাসের তরফে টুইটে লেখা হয়েছে, “এক কাপ সুস্বাদু চা ছাড়া ভারতে ঘোরার অভিজ্ঞতা কীভাবে সম্পূর্ণ হতে পারে? আমরা বুন্দেসকাঞ্জলার ওলাফ শোলজকে চাণক্যপুরীর রাস্তার কোণে আমাদের প্রিয় চায়ের দোকানে নিয়ে গিয়েছিলাম। আপনাদের সকলের যাওয়া উচিত! ভারতের আসল স্বাদ পাবেন।” প্রসঙ্গত, শনিবার ভারতে দু’দিনের সফরে আসেন ওলাফ শোলজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা হয়েছে তাঁর। অ্যাঞ্জেলা মার্কেলের ঐতিহাসিক ১৬ বছরের মেয়াদের পর ২০২১ সালের ডিসেম্বরে জার্মান চ্যান্সেলর হন ওলাফ শোলজ। তারপর এটি শোলজের প্রথম ভারত সফর।

শনিবার রাষ্ট্রপতি ভবনে সাদরে আমন্ত্রণ জানানো হয় শোলজকে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক প্রথম সারির মন্ত্রীরা। ক্লিন এনার্জি, বাণিজ্য এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শনিবার শোলজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। গত বছর ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকেও দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী ও শোলজ। গত বছরের ২ মে ষষ্ঠ ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) জন্য মোদীর বার্লিন সফরের সময় দুই নেতার মধ্যে প্রথম বৈঠক হয়েছিল। ভারত ও জার্মানির মধ্যে সম্পর্ক গত কয়েক বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। ওলাফ শোলজের এই সফর ঘিরে ভারত-জার্মানি সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছবে বলেই আশা করা হচ্ছে।