Rahul Gandhi Row: ‘সহ্য করবে না ভারত’, রাহুল নিয়ে জার্মান হস্তক্ষেপে সুর চড়াল বিজেপি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 30, 2023 | 5:21 PM

German interference in Rahul Gandhi case: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে বিবৃতি দিয়েছে জার্মানি। এই 'বিদেশি হস্তক্ষেপ' নিয়ে তরজায় জড়ালেন বিজেপি-কংগ্রেস নেতারা।

Rahul Gandhi Row: সহ্য করবে না ভারত, রাহুল নিয়ে জার্মান হস্তক্ষেপে সুর চড়াল বিজেপি
কেরলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার প্রতিবাদে রাস্তায় মহিলা কংগ্রেস

Follow Us

নয়া দিল্লি: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে বিতর্কের আঁচ ভারতের সীমান্ত পেরিয়ে পৌঁছেছে বিদেশের মাটিতেও। বুধবার এই বিতর্কে জড়িয়েছে জার্মানির নামও। ইউরোপীয় দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাহুলের ক্ষেত্রে ‘বিচার বিভাগীয় স্বাধীনতার মান এবং মৌলিক গণতান্ত্রিক নীতি’ প্রয়োগ করা উচিত ছিল। জার্মানির এই ‘হস্তক্ষেপ’ নিয়ে নতুন করে বাকযুদ্ধ শুরু হল কংগ্রেস এবং বিজেপি নেতদের মধ্যে। একদিকে, এই বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য জার্মানিকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। অন্যদিকে, দিগ্বিজয় সিং-এর কথার সূত্র ধরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইছেন রাহুল বলে কটাক্ষ করেছেন। পাল্টা দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র পবন খেরাও।

কী বলেছে জার্মানি?

বুধবার, জার্মান বিদেশ মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে সুরাটের আদালত যে রায় দিয়েছে এবং তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে, সেই ঘটনাক্রমের দিকে নজর রাখছে জার্মান সরকার। তিনি বলেছেন, “আমরা জানি, রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। এই রায় বহাল থাকবে, নাকি এই রায় স্থগিত করার কোনও ভিত্তি আছে, তা তারপরই পরিষ্কার হবে। আমরা আশা করি, রাহুল গান্ধীর বিচারের ক্ষেত্রে বিচার বিভাগীয় স্বাধীনতার মান এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলি প্রয়োগ করা হবে।” উল্লেখ্য জার্মানিই প্রথম ইউরোপীয় দেশ, যারা রাহুল ইস্যুতে বিবৃতি দিয়েছে।

দিগ্বিজয় সিং-এর ধন্যবাদ

জার্মান বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে দিগ্বিজয় সিং বলেছেন, “রাহুল গান্ধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে ভারতের গণতন্ত্রকে কীভাবে লঙ্ঘন করা হচ্ছে, সেই বিষয়ে নজর রাখার জন্য রিচার্ড ওয়াকার এবং জার্মান বিদেশ মন্ত্রককে ধন্যবাদ।”

বিদেশি স্তক্ষেপ সহ্য করব না

দিগ্বিজয় সিং-এর টুইটটি তুলে ধরে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানানো জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ। মনে রাখবেন, ভারতের বিচার ব্যবস্থাকে বিদেশি হস্তক্ষেপ দিয়ে প্রভাবিত করা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, ভারত আর কোনও বিদেশি প্রভাব সহ্য করবে না।”

জাতির কলঙ্ক

শুধু কিরণ রিজিজু নয়, এই বিষয়ে কংগ্রেস এবং রাহুল গান্ধীর সমালোচনা করেছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। টুইটে তিনি লিখেছেন, “জাতির কলঙ্ক। জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী দেশের মধ্যে থেকে ভারতের গণতান্ত্রিক, রাজনৈতিক ও আইনি লড়াই লড়ায় বিশ্বাস করেন না। তাই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানান। কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নতুন ভারত কোনও বিদেশী হস্তক্ষেপ সহ্য করবে না।”

আসল বিষয় থেকে সরে যাচ্ছেন কেন?

এই আক্রমণের জবাব দিয়েছেন কংগ্রেসের মিডিয়া এবং পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা। টুইট করে তিনি বলেছেন, “মি, রিজিজু কেন আসল বিষয় থেকে সরে যাচ্ছেন? বিষয় হল, আদানি নিয়ে রাহুল গান্ধীর করা প্রশ্নের উত্তর দিতে পারছেন না প্রধানমন্ত্রী। মানুষকে বিভ্রান্ত না করে, দয়া করে প্রশ্নগুলির উত্তর দেবেন?”

Next Article