Murder for FD: ৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের জন্য মেয়েকে খুন করলেন বাবা-মা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। সেই টাকা আর কয়েকদিন পরই ম্যাচিওর হওয়ার কথা ছিল। সেই টাকা দেওয়ার জন্য দাবি করছিল খুশির বাবা। কিন্তু সেই টাকা বাবা-মাকে দিতে রাজি ছিল না খুশি। সে জন্যই খুশিকে তার বাবা-মা খুন করেছেন বলে অভিযোগ।

রাঁচী: ১৭ বছরের কিশোরীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল কয়েক লক্ষ টাকা। এর মধ্যে ৬ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ছিল তাঁর। সেই টাকার জন্য খুন হতে হল ওই কিশোরীকে। ওই টাকার জন্য কিশোরীর বাবা-মা তাকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়। ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ওই এলাকায়। ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এর পরই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম খুশি কুমারী (১৭)। ১৩ জানুয়ারি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তার ভাই ভাদানিনগর থানায় অভিযোগ দায়ের করে। নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল। সেই টাকা আর কয়েকদিন পরই ম্যাচিওর হওয়ার কথা ছিল। সেই টাকা দেওয়ার জন্য দাবি করছিল খুশির বাবা। কিন্তু সেই টাকা বাবা-মাকে দিতে রাজি ছিল না খুশি। সে জন্যই খুশিকে তার বাবা-মা খুন করেছেন বলে অভিযোগ।
ঘটনা নিয়ে পুলিশ অফিসার বীরেন্দ্র কুমার চৌধরী জানিয়েছেন, অভিযুক্ত সুনীল মাহাত এবং পুনম দেবীকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েকে খুনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মৃত কিশোরীর ভাই অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।





