Air Force Officer’s Son Arrested: গাড়ির চাকায় পিষ্ট ৩ বছরের শিশুকন্যা, গ্রেফতার বায়ুসেনা আধিকারিকের ছেলে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 28, 2023 | 10:27 AM

চারচাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাড়ে ৩ বছরের এক শিশুকন্যার।

Air Force Officers Son Arrested: গাড়ির চাকায় পিষ্ট ৩ বছরের শিশুকন্যা, গ্রেফতার বায়ুসেনা আধিকারিকের ছেলে
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: SUV গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল সাড়ে ৩ বছরের এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ঘটনার সময় ঘাতক ওই গাড়ির চালকের আসনে বায়ুসেনা আধিকারিকের ছেলে ছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্তের নাম সমার্ক মালিক। ২০ বছর বয়সি সমার্ক বায়ুসেনা আধিকারিকের ছেলে। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চাকায় শিশুকন্যার পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে গত রবিবার। দিল্লির ক্যান্টনমেন্টের বাসিন্দা খুদে ওই শিশুটি মায়ের সঙ্গেই রাস্তায় বেরিয়েছিল। আচমকা পিছন থেকে দ্রুত গতিতে আসা চারচাকা গাড়িটি তাকে পিষ্ট করে দেয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ওই গাড়ির অভিযুক্ত চালক সমার্ক নিজেই শিশুটিকে তার মায়ের সঙ্গে প্রথমে DDU হাসপাতালে নিয়ে যান। শিশুটির আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে RML হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির। ওই হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর পর রবিবার বিকালে বায়ুসেনা আধিকারিকের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা। তিনি দিল্লির অর্জন বিহারে পরিচারিকা হিসাবে নিযুক্ত। তাঁর অভিযোগের ভিত্তিতেই বায়ুসেনা আধিকারিকের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

Next Article
Earthquake at Meghalaya: ৫ ঘণ্টার ব্যবধানে পরপর দু-বার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়, বাড়ছে আতঙ্ক
Manish Sisodia: সিবিআই-কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া