AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গ্লোবাল ভয়েসেস, ওয়ান ভিশন’, বিশ্বজুড়ে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে অ্যাপোলো হাসপাতাল

IHD ২০২৬-এর মূল থিম ‘গ্লোবাল ভয়েসেস, ওয়ান ভিশন’, লক্ষ্য রোগী-কেন্দ্রিক এবং প্রযুক্তি-নির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এ বছরের কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ দিকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, নেতৃত্বনির্ভর নিরাপত্তা মডেল, মানবকেন্দ্রিক নকশা, ডিজিটাল রূপান্তর এবং হাসপাতাল পরিচালনা, রোগীর অভিজ্ঞতা ও ক্লিনিক্যাল ফলাফলে সামগ্রিক উৎকর্ষতা।

‘গ্লোবাল ভয়েসেস, ওয়ান ভিশন’, বিশ্বজুড়ে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে অ্যাপোলো হাসপাতাল
অ্যাপোলো হাসপাতাল, হায়দরাবাদImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 7:29 PM
Share

নয়া দিল্লি:  অ্যাপোলো হাসপাতাল-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল হেলথ ডায়ালগ ২০২৬, ‘গ্লোবাল ভয়েসেস, ওয়ান ভিশন’-এর আয়োজন করা হয়েছে হায়দরাবাদে। আগামী ৩০–৩১ জানুয়ারি হায়দরাবাদে হতে চলেছে অনুষ্ঠান। এবছর এই অনুষ্ঠান ১৩ বছরে পা দিয়েছে। ইন্টারন্যাশনাল হেলথ ডায়ালগ বিশ্বজুড়ে রোগীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তর ও তাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়।

IHD ২০২৬-এর মূল থিম ‘গ্লোবাল ভয়েসেস, ওয়ান ভিশন’, লক্ষ্য রোগী-কেন্দ্রিক এবং প্রযুক্তি-নির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। এ বছরের কর্মসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ দিকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, নেতৃত্বনির্ভর নিরাপত্তা মডেল, মানবকেন্দ্রিক নকশা, ডিজিটাল রূপান্তর এবং হাসপাতাল পরিচালনা, রোগীর অভিজ্ঞতা ও ক্লিনিক্যাল ফলাফলে সামগ্রিক উৎকর্ষতা।

অ্যাপোলো হাসপাতালস গ্রুপের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডা. সঙ্গীতা রেড্ডি বলেন,
“বছরের পর বছর ধরে ইন্টারন্যাশনাল হেলথ ডায়ালগ একটি গতিশীল বৈশ্বিক মঞ্চে পরিণত হয়েছে, যেখানে চিকিৎসক, উদ্ভাবক, নীতিনির্ধারক এবং পরিবর্তনের দূতেরা একত্রিত হয়ে স্বাস্থ্যসেবার পরবর্তী অধ্যায়ের রূপরেখা তৈরি করেন। হায়দরাবাদ সংস্করণ এই দৃষ্টিভঙ্গিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে—এআই, ডেটা ও ডিজিটাল ইকোসিস্টেমের শক্তিকে সহানুভূতি ও সহযোগিতার চিরন্তন মূল্যবোধের সঙ্গে যুক্ত করে।” তাঁর বক্তব্য,  IHD-এর মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করা, যেখানে প্রতিটি উদ্ভাবন মানবকল্যাণে কাজে আসবে।

 এক ছাতার তলায় চারটি গুরুত্বপূর্ণ সম্মেলন ও লার্নিং স্ট্রিমের মেলবন্ধন:

  1. IPSC – ইন্টারন্যাশনাল পেশেন্ট সেফটি কনফারেন্স: কীভাবে সক্রিয় অনুশীলন ও স্বাস্থ্যব্যবস্থা একজন রোগীর নিরাপত্তা উন্নত করতে পারে, সে বিষয়ে আলোচনা।

  2. HOPE – হেলথকেয়ার অপারেশনস অ্যান্ড পেশেন্ট এক্সপেরিয়েন্স কনফারেন্স: দক্ষতা, সহানুভূতি ও উদ্ভাবনকে একত্রিত করে রোগীর যাত্রার প্রতিটি ধাপে অপারেশনাল উৎকর্ষতা নিশ্চিত করার ওপর জোর।

  3. THIT – ট্রান্সফর্মিং হেলথকেয়ার উইথ আইটি কনফারেন্স: বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ও আইটি নেতাদের একত্রিত করে অন্তর্দৃষ্টি, সেরা অনুশীলন এবং শিল্পের সর্বশেষ অগ্রগতি ভাগ করে নেওয়া।

  4. CLINOVATE – ক্লিনিক্যাল CME সিরিজ: অনকোলজি, কার্ডিওলজি, নারীর স্বাস্থ্য, লংজেভিটি ও ল্যাবরেটরি মেডিসিন বিষয়ে খ্যাতনামা দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নেতৃত্বে উচ্চমানের, ব্যবহারিক শিক্ষার সুযোগ।

এই আন্তর্জাতিক স্বাস্থ্য সংলাপে অংশ নেবেন বিশ্বব্যাপী খ্যাতনামা চিকিৎসকরা। 
নাইজার প্রজাতন্ত্রের জনস্বাস্থ্যমন্ত্রী মাননীয় কর্নেল মেজর গারবা হাকিমি,
পাপুয়া নিউ গিনির স্বাস্থ্য ও এইচআইভি/এইডস মন্ত্রী মাননীয় এলিয়াস কাপাভোরে,
কঙ্গো প্রজাতন্ত্রের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী মাননীয় অধ্যাপক জঁ রোজেয়ার বাররা,
এবং বারমুডার স্বাস্থ্যমন্ত্রী মাননীয় কিম উইলসন।

উপস্থিত থাকবেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরাও
ডা. জোনাথন পারলিন, প্রেসিডেন্ট ও সিইও, দ্য জয়েন্ট কমিশন এন্টারপ্রাইজ,
ডা. কার্স্টেন এঙ্গেল, সিইও, ISQua
ডা. ডিন হো, প্রধান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
ডা. অতুল মোহন কোছার, সিইও, NABH
ডা. নীলম ধিংরা, ভাইস প্রেসিডেন্ট ও চিফ পেশেন্ট সেফটি অফিসার, জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল
ডা. ইয়াল জিমলিচম্যান, চিফ ইনোভেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এআই অফিসার, শেবা মেডিক্যাল সেন্টার এবং প্রতিষ্ঠাতা পরিচালক, ARC, ইজরায়েল—সহ ডিজিটাল হেলথ ও স্বাস্থ্যব্যবস্থা রূপান্তরের বিশ্বমানের বিশেষজ্ঞরা।

এ বছরের সম্মেলনে থাকবে Safe-A-Thon—রোগীর নিরাপত্তা ক্ষেত্রে বাস্তব সমস্যার সমাধানে স্মার্ট, স্কেলযোগ্য ও সাশ্রয়ী সমাধান উদ্ভাবনের লক্ষ্যে একটি সহযোগিতামূলক চ্যালেঞ্জ। পাশাপাশি উদ্বোধন হবে THNX (Technology & Healthcare Network eXchange)এর । ভারতের প্রথম ডিজিটাল হেলথ স্টার্টআপ কমিউনিটি, যেখানে পিচ ডে, তহবিলের সুযোগ ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা থাকবে।

ইভেন্টের ওয়েবসাইট https://internationalhealthdialogue.com/www.patient-safety.co.in,https://www.hopeconference.co.in/About Apollo HospitalsApollo revolutionised healthcar