Mamata Banerjee in Goa: গোয়ায় হাত ধরবেন মমতা-বিজয়? বৈঠক ঘিরে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 15, 2021 | 6:10 PM

TMC in Goa: স্পষ্ট উত্তর দেয়নি কোনও পক্ষই। তবে, রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন দিক শুরু হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Mamata Banerjee in Goa: গোয়ায় হাত ধরবেন মমতা-বিজয়? বৈঠক ঘিরে জল্পনা
গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি- টুইটার থেকে প্রাপ্ত)

Follow Us

গোয়া : এক দিকে ত্রিপুরায় (Tripura) জমি শক্ত করতে মাঠে মেনে পড়েছে তৃণমূল (TMC) নেতৃত্ব। অন্যদিকে, গোয়ায় নিজে গিয়ে সংগঠন মজবুত করার উদ্যেগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে মমতার সঙ্গে দেখা করলেন  গোয়া ফরওয়ার্ড পার্টির (Goa Forward Party) নেতা তথা সে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই (Vijai Sardesai)। তৃণমূল নেত্রী আগেই দেশের অন্যান্য আঞ্চলিক দলকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছে। এরই মধ্যে গোয়ার এই গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে মমতার সাক্ষাতে তৈরি হয়েছে জোট জল্পনা। যদিও জল্পনা জিইয়ে রাখলেন মমতা ও বিজয়।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আগে ও পরে টিভি৯ বাংলার মুখোমুখি হয়েছিলেন বিজয় সরদেশাই (Vijai Sardesai)। তিনি জানান, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া তাঁদের অন্যতম লক্ষ্য। তাই সেই জোটবদ্ধ হওয়ার আশা রাখছেন তিনি। সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন বিজয়। তবে জোট হবে কি না সেই প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা তো চাই আঞ্চলিক দলগুলো বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হোক। সেই বিষয়ে কথা হয়েছে। ওরা চিন্তা ভাবনা করুক। স্পষ্ট উত্তর দেয়নি কোনও পক্ষই। তবে, রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন দিক শুরু হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বিধায়ক তথা উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই এ দিন সকাল ১০ টায় মমতার সঙ্গে দেখা করেন। তার আগে তিনি টুইটে লেখেন, ‘বিজেপিকে টক্কর দিতে গোয়ায় একটা শক্তিশালী টিম তৈরি করতে দু বছর ধরে অপেক্ষা করছি। দুর্নীতিতে ভরা বিজেপি সরকারকে শেষ করতে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ। ২০২২-এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

রাজনৈতিক দিক থেকে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গোয়া ফরওয়ার্ড পার্টি মমতার হাত ধরলে গোয়ায় ঘরোয়া রাজনীতির অঙ্কে তৃণমূল অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক হল।

গতকালই গোয়ায় তৃণমূলে যোগ দেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। শুক্রবার গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। এ দিনই ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন প্রখ্যাত অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু।  লিয়েন্ডার পেজকে পাশে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের ওপর আমরা আস্থা রাখছি। এই বছরটা নতুন সকালের বছর হোক। গোয়া এখন খুবই অবহেলিত। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখব। দিল্লির লাড্ডু চলবে না। দিল্লির দাদাগিরিও চলবে না। গোয়ার মানুষই গোয়া চালাবে। আমরা রূপরেখা তৈরি করে দেব।”

আরও পড়ুন : Aryan Khan: আরিয়ানের মুক্তিতে মন্নত সেজে উঠল আলোয়, বিদেশ থেকে বাড়ি ফিরছেন বোন সুহানা

Next Article