
রাঁচী: ট্র্যাকে চলে এসেছে হাতি, অপেক্ষা করতে হচ্ছে ট্রেনকে। জঙ্গলের মধ্যে দিয়ে যে রেল ট্র্য়াকগুলি গিয়েছে, সেখানে এই ঘটনা স্বাভাবিক। তবে দিন কয়েক আগে রেল লাইনে যে ঘটনার সাক্ষী রইলেন ট্রেনের চালক, তা বিরল বললেও হয়তো কম বলা হয়।
ঘটনাটি দুই সপ্তাহ আগের। রাত ৩টে নাগাদ ঝাড়খণ্ডের বারকাকানা ও হাজারিবাগ স্টেশনের মাঝে রেললাইনে হঠাৎ চলে আসে একটি হাতি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। হাতিটি দেখতে পেয়েই বনকর্মীরা রেল আধিকারিকদের খবর দেন। বলা হয়, ট্রেন যেন থামিয়ে দেওয়া হয়। সেই মতোই মালগাড়িটি থেমে যায়।
দেখা যায়, হাতিটি গর্ভবতী। সন্তান প্রসব করতে চলেছে। প্রসব যন্ত্রণায় রেললাইনের উপরই শুয়ে পড়ে হাতিটি। লোকো পাইলটও হাতিটিকে দেখতে পেয়েই দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকে।
Beyond the news of human-animal conflicts, happy to share this example of human-animal harmonious existence.
A train in Jharkhand waited for two hours as an elephant delivered her calf. The 📹 shows how the two later walked on happily.
Following a whole-of government approach,… pic.twitter.com/BloyChwHq0
— Bhupender Yadav (@byadavbjp) July 9, 2025
রামগড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার নীতীশ কুমার বলেন, “একজন ফরেস্ট গার্ড খবর দেন যে গর্ভবতী হাতি প্রসব যন্ত্রণায় রেল ট্র্যাকে শুয়ে আছে। হাতিটি কাটা পড়তে পারে, এই আশঙ্কায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়। আমিও সঙ্গে সঙ্গে রেলওয়ে কন্ট্রোল রুমে খবর দিই এবং সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলি।”
কিছুক্ষণ পরে হাতিটি প্রসব করে। হস্তিশাবককে নিয়ে মা হাতি জঙ্গলে ঢুকে যাওয়ার পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।