Pixel Smartphone: পিক্সেল-৮ স্মার্টফোন এবার তৈরি করবে ভারত, গ্রিন সিগন্যাল দিল গুগল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 19, 2023 | 5:24 PM

Google: ভারতের কোথায় পিক্সেল স্মার্টফোন তৈরির কারখানা হবে এবং প্রথম দফায় কতকগুলি ফোন বাজারে আনা হবে, কী কী ফিচার থাকবে, তা স্পষ্ট করেনি গুগল। তবে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে সরাসরি মেট্রোর টিকিট বুক করার পরিষেবা আনার পরিকল্পনার কথা জানিয়েছেন রিক ওস্টারলোহ।

Pixel Smartphone: পিক্সেল-৮ স্মার্টফোন এবার তৈরি করবে ভারত, গ্রিন সিগন্যাল দিল গুগল
পিক্সেল-৮ স্মার্টফোন শীঘ্রই বাজারে আনার কথা ঘোষণা করল গুগল।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: দিন তিনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ভারতের ডিজিটাল অগ্রগতিতে পাশে থাকার বার্তা দিয়েছিলেন গুগল সিইও (Google CEO) সুন্দর পিচাই। এবার ভারতে পিক্সেল স্মার্টফোন তৈরির পরিকল্পনার কথা জানালেন তিনি। আগামী বছর অর্থাৎ ২০২৪-এর মধ্যে পিক্সেল-৮ স্মার্টফোনের (Pixel-8 smartphone) প্রথম ডিভাইস বাজারে আনার কথাও ঘোষণা করলেন তিনি।

ভারতে পিক্সেল স্মার্টফোন তৈরির পরিকল্পনার কথা জানিয়ে বৃহস্পতিবার টুইট করেছেন গুগল সিইও। টুইটারে তিনি জানিয়েছেন, ভারতের ডিজিটাল অগ্রগতিতে বিশ্বস্ত পার্টনার হিসাবে গুগল প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে স্থানীয়ভাবে পিক্সেল স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে গুগল এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম পিক্সেল-৮ ফোন ২০২৪-এ ভারতের বাজারে পাওয়া যাবে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেভাবে সমর্থন জানাচ্ছেন, তার প্রশংসাও করেছেন টেক-জায়ান্টের সিইও।

গুগলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট রিক ওস্টারলোহও জানিয়েছেন, “পিক্সেল স্মার্টফোনের বাজার রয়েছে ভারতে। দেশবাসীর কাছে আমাদের হার্ডওয়্যার এবং অন্তর্নিহিত সফ্টওয়্যারের সর্বোত্তম দিকটি পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” স্থানীয়ভাবে স্মার্টফোন তৈরি করতে গুগল আন্তর্জাতিক এবং দেশীয় নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্ব করবে বলেও জানিয়েছেন তিনি।

তবে ভারতের কোথায় পিক্সেল স্মার্টফোন তৈরির কারখানা হবে এবং প্রথম দফায় কতকগুলি ফোন বাজারে আনা হবে, কী কী ফিচার থাকবে, তা স্পষ্ট করেনি গুগল। তবে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে সরাসরি মেট্রোর টিকিট বুক করার পরিষেবা আনার পরিকল্পনার কথা জানিয়েছেন রিক ওস্টারলোহ।

Next Article