Plane Fare: দীপবালিতে চারদিনের দুর্দান্ত অফার, বিমান চড়তে পারবেন মাত্র ২ হাজার টাকাতেও

Indigo Plane Fare: ছাড়ের ছবি দেখা যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের ক্ষেত্রেও। সে ক্ষেত্রেও রয়েছে দুর্দান্ত অফার। কোচি থেকে সিঙ্গাপুরের ফ্লাইটের টিকিটের দাম যেখানে শুরু হচ্ছে ৮,৯৯০ টাকা থেকে। আহমেদাবাদ থেকে সিঙ্গাপুরের ভাড়াও শুরু হচ্ছে প্রায় ৯,৯৯০ টাকা থেকে।

Plane Fare: দীপবালিতে চারদিনের দুর্দান্ত অফার, বিমান চড়তে পারবেন মাত্র ২ হাজার টাকাতেও
কী বলা হচ্ছে সংস্থার তরফে? Image Credit source: Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images

Oct 13, 2025 | 4:22 PM

নয়া দিল্লি: দীপাবলির মুখে বড় অফার নিয়ে চলে এল ইন্ডিগো এয়ারলাইন্স। শুরু হয়ে গেল ফ্লাইং কানেকশনস সেল। আর তাতেই মাত্র ২ হাজার টাকায় পাওয়া যাবে বিমানের টিকিট। তবে এই সুযোগ অন্তর্দেশীয় ভ্রমণের ক্ষেত্রেই। আন্তর্জাতিক টিকিটের ক্ষেত্রে অঙ্কটা ৮ থেকে ৯ হাজার থেকে শুরু হতে পারে। এই সেল শুরু হয়ে যাচ্ছে ১৩ অক্টোবর থেকে। চববে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে ছাড় পাওয়া যাবে ১ নভেম্বর, ২০২৫ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ভ্রমণের টিকিটেই। তাই আগাম বুকিং ছাড়া গতি নেই। ইন্ডিগো সূত্রে খবর, অন্তর্দেশীয় টিকিট শুরু হচ্ছে ২ হাজার ৩৯০ টাকা থেকে। অন্যদিকে আন্তর্জাতিক টিকিট শুরু হচ্ছে ৮,৯৯০ টাকা থেকে।

তবে এই অফার ধারে-ভারে রীতিমতো বেশ বড়। যুক্ত থাকছে প্রায় ৮ হাজার রুট। এই সব রাস্তায় প্রায় ৯০টি অন্তর্দেশীয় শহরকে যুক্ত করছে। একইসঙ্গে ৪০টিরও বেশি বিদেশি শহরকেও যুক্ত করছে। তবে এই বিশেষ ছাড় পেতে হাতে সময় মাত্র চারটে দিন। 

এই রুটগুলির মধ্যেবেশ কিছু জনপ্রিয়ও রুটও থাকছে। যেমন কোচি থেকে শিবমোগা পর্যন্ত ভাড়া রাখা হয়েছে মাত্র ₹২,৩৯০ থেকে শুরু। একইভাবে, লখনউ থেকে রাঁচি পর্যন্ত যেতে হলে দিতে হবে প্রায় সাড়ে তিন হাজার। একই ভাড়ায় পটনা থেকে রায়পুর পর্যন্তও যাওয়া যাবে। কোচি থেকে বিশাখাপত্তনম পর্যন্ত যেতে হলে দিতে হতে পারে প্রায় ৪ হাজার। জয়পুর থেকে রায়পুর এবং আহমেদাবাদ থেকে প্রয়াগরাজের ক্ষেত্রেও ফ্লাইটের টিকিটের দাম ৪ হাজার থেকে প্রায় সাড়ে চার  হাজারের মধ্যে। 

ছাড়ের ছবি দেখা যাচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের ক্ষেত্রেও। সে ক্ষেত্রেও রয়েছে দুর্দান্ত অফার। কোচি থেকে সিঙ্গাপুরের ফ্লাইটের টিকিটের দাম যেখানে শুরু হচ্ছে ৮,৯৯০ টাকা থেকে। আহমেদাবাদ থেকে সিঙ্গাপুরের ভাড়াও শুরু হচ্ছে প্রায় ৯,৯৯০ টাকা থেকে। জয়পুর থেকে সিঙ্গাপুরের ভাড়া প্রায় ১০,১৯০ থেকে শুরু। তবে ফ্লাইং কানেকশনস সেলের অধীনে এই অফারটি শুধুমাত্র ইন্ডিগো চালিত ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে। টিকিট কাটার সময়েও এ বিষয়ে বিশদে জানান হচ্ছে। এই অফারটি কোনওভাবেই গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাও জানান হচ্ছে।