Video: ক্যাম্পাসে আধ ঘন্টা আড্ডা, আলিঙ্গন, তারপরই বান্ধবীকে গুলি; হত্যার পর আত্মঘাতী ছাত্রও

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 18, 2023 | 8:00 PM

Greater Noida: বৃহস্পতিবার (১৮ মে), উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দাদরিতে এক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক ছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল তাঁর এক সহপাঠীর বিরুদ্ধে। ওই ছাত্রীকে গুলি করার পর, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এসে ওই ছাত্র নিজেও আত্মঘাতী হয়েছে।

Video: ক্যাম্পাসে আধ ঘন্টা আড্ডা, আলিঙ্গন, তারপরই বান্ধবীকে গুলি; হত্যার পর আত্মঘাতী ছাত্রও
হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ

Follow Us

নয়ডা: আমেরিকার ছায়া এবার ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে। বৃহস্পতিবার (১৮ মে), উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা এলাকার দাদরিতে এক বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক ছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল তাঁর এক সহপাঠীর বিরুদ্ধে। ওই ছাত্রীকে গুলি করার পর, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এসে ওই ছাত্র নিজেও আত্মঘাতী হয়েছে। এই জোড়া মৃত্যুর ঘটনায় শিব নাদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনার পরই বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই মামলার তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রীটির নাম নেহা চৌরাসিয়া। তিনি কানপুরের বাসিন্দা ছিলেন। আর ছাত্রটি ছিলেন আমরোহা জেলার বাসিন্দা, নাম অনুজ। দুজনেই সমাজবিজ্ঞানের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ডাইনিং হলের কাছে অনুজ ও নেহাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারা অন্তত আধ ঘণ্টা ধরে কোনও একটি বিষয় নিয়ে কথা বলে। একসময় পরস্পর, পরস্পরকে জড়িয়ে ধরে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আলিঙ্গনের পরই অনুজ আচমকা একটি পিস্তল বের করে নেহাকে গুলি করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিল নেহা। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, নেহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে, নেহাকে গুলি করার পরই অনুজ বয়েজ হোস্টেলের ৩২৮ নম্বর কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ ঘরে নিজেকে গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


পুলিশ জানিয়েছে, অনুজ ও নেহা একে অপরের খুব ভাল বন্ধু ছিল। তবে তাঁদের বন্ধুরা জানিয়েছেন যে, তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরেই কোনও একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের কারণেই এই হত্যা ও আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, দুজনের পরিবারকেই এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। হত্যাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে।


পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিয়া খান বলেছেন, “শিব নাদার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাঁর সহপাঠীকে গুলি করে হত্যা করেছেন। মহিলাকে অবিলম্বে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুজনে ভাল বন্ধু ছিলেন। এদিন, তাঁরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। এরপরই ছাত্রটি, ওই ছাত্রীকে গুলি করে হত্যা করে। এর পরে তিনি হোস্টেলের ঘরে গিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হন।” কোথা থেকে ওই ছাত্রের কাছে বন্দুকটি এল, তা জানার চেষ্টা করছে পুলিশ। অনুজ ও নেহার মধ্যে কী নিয়ে বিবাদ চলছিল, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

Next Article