AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baramulla court: জম্মু-কাশ্মীরের বারামুলার আদালতে গ্রেনেড বিস্ফোরণ, আহত এক পুলিশ কর্মী

Baramulla court Grenade explosion: জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার এক আদালতে গ্রেনেড বিস্ফোরণ। আহত এক পুলিশ সদস্য। আদালতের প্রমাণ রাখার কক্ষের ভিতরে আচমকা ওই গ্রেনেড বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Baramulla court: জম্মু-কাশ্মীরের বারামুলার আদালতে গ্রেনেড বিস্ফোরণ, আহত এক পুলিশ কর্মী
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Updated on: Oct 24, 2024 | 2:55 PM
Share

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার এক আদালতে গ্রেনেড বিস্ফোরণ। আহত এক পুলিশ সদস্য। তবে, এটা কোনও জঙ্গি হামলার ঘটনা নয় বলেই জানিয়েছেন পুলিশ কর্তারা। জম্মু-কাশ্মীর পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “বৃহস্পতিবার বারামুলা শহরের এক আদালতের প্রমাণ রাখার কক্ষের ভিতরে, একটি মামলার প্রমাণ হিসাবে সংগৃহীত একটি গ্রেনেড দুর্ঘটনাবশতঃ ফেটে যায়।” বিস্ফোরণে আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ‘রুটিন হ্যান্ডলিং’-এর সময় প্রমাণ কক্ষের ভিতরে আচমকা ওই গ্রেনেড বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে