Group Captain Shubhanshu Shukla on India’s Space Exploration: ‘ভারতের জন্য উত্তেজিত গোটা পৃথিবী…’, শুভাংশুর বক্তব্যে উঠে এল ভারতের সোনার সময়ের কথা

ISRO: গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই সময় ভারতের একাধিক উল্লেখযোগ্য উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েও কথা বলেন। যার মধ্যে রয়েছে গগনযান ও ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মতো মিশনও।

Group Captain Shubhanshu Shukla on Indias Space Exploration: ভারতের জন্য উত্তেজিত গোটা পৃথিবী..., শুভাংশুর বক্তব্যে উঠে এল ভারতের সোনার সময়ের কথা
Image Credit source: PTI

Aug 24, 2025 | 1:26 PM

২৩ অগস্ট শনিবার জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণার ‘সোনার সময়’ নিয়ে বক্তব্য রাখলেন ‘গগনজয়ী’ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি বলেন, ভারতের মহাকাশ গবেষণা ও অভিযান নিয়ে উত্তেজিত গোটা পৃথিবী। তিনি আরও যোগ করেন জাপানি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি ভারতের একাধিক মহাকাশ গবেষণা নিয়ে বেশ উৎসাহিত ও উত্তেজিত।

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই সময় ভারতের একাধিক উল্লেখযোগ্য উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েও কথা বলেন। যার মধ্যে রয়েছে গগনযান ও ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের মতো মিশনও। তিনি আরও বলেন, এই ধরণের বড় লক্ষ্যে পৌঁছতে গেলে দেশের সব ধরণের সম্পদকে একসঙ্গে কাজে লাগাতে হবে।

“ভারতের এটাই সোনার সময়। আমি তো ব্যাপারটায় প্রচণ্ড উত্তেজিত। আমি চাই আমার সঙ্গে সঙ্গে দেশের সব মানুষই এমন উত্তেজিত হন”, এই অনুষ্ঠানে বলেন তিনি। এদিন, নেহেরু প্ল্যানেটরিয়ামে আর্যভট্ট গ্যালারির উদ্বোধনও করেন শুভাংশু।