কমেছে GST, ১ লক্ষ ৫৫ হাজার টাকা কমেছে Tata-র গাড়ির দাম!

Tata Motors, GST: ৬ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে টাটা মোটরস জানিয়েছে ২২ সেপ্টেম্বর থেকে তাদের গাড়ি ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভির দাম কমছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত।

কমেছে GST, ১ লক্ষ ৫৫ হাজার টাকা কমেছে Tata-র গাড়ির দাম!
Image Credit source: PTI

Sep 08, 2025 | 1:19 PM

সম্প্রতি কর সংস্কার দেখেছে দেশের মানুষ। কর শূন্য হয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। উলেখযোগ্যভাবে কর কমেছে অনেক কিছুর। কর কমেছে ছোট গাড়ি, মোট বাইক বা ইলেকট্রনিক্স পণ্যের। কেন্দ্র জানিয়েছে নতুন এই কর চালু হবে আগামী ২২ সেপ্টেম্বর। কিন্তু নতুন জিএসটি চালু হলে কোন গাড়ির দাম কত কমবে তা নিয়ে একটা জল্পনা ছিলই। আর এবার সেই জল্পনায় জল ঢেলে টাটা মোটরস জানিয়েই দিল তাদের কোন গাড়িতে কত টাকা কর কমবে।

৬ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে টাটা মোটরস জানিয়েছে ২২ সেপ্টেম্বর থেকে তাদের গাড়ি ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভির দাম কমছে ১ লক্ষ ৫৫ হাজার টাকা পর্যন্ত। কিন্তু কোন গাড়ির কত টাকা দাম কমছে? টাটার দেওয়া তালিকা অনুযায়ী কার্ভের দাম কমছে ৬৫ হাজার টাকা। কলকাতায় কার্ভের অন রোড প্রাইস শুরু হয় ১১ লক্ষ ৫২ হাজার টাকা থেকে। যা সর্বোচ্চ ২২ লক্ষ ৪৯ হাজার পর্যন্ত পৌঁছে যায় গাড়ির ভ্যারিয়েন্ট ভেদে।

এর পরই রয়েছে টাটা টিয়াগো ও টাটা টগর। এই দুই গাড়ির দাম কমবে যথাক্রমে ৭৫ হাজার টাকা ও ৮০ হাজার টাকা। ৮৫ হাজার টাকা দাম কমবে টাটা পাঞ্চেরও। ১ লক্ষ ১০ হাজার টাকা দাম কমবে টাটা অ্যালট্রোজের। এ ছাড়াও ১ লক্ষ ৪০ হাজার ও ১ লক্ষ ৪৫ হাজার টাকা দাম কমবে যথাক্রমে টাটা হ্যারিয়ার ও টাটা সাফারির।

সর্বোচ্চ ১ লক্ষ ৫৫ হাজার টাকা দাম কমবে টাটা নেক্সনের। বর্তমানে কলকাতায় টাটা নেক্সনের অন রোড প্রাইস ৯ লক্ষ ২৬ হাজার টাকা থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে। ফলে এই গাড়ির দাম যদি এক ধাক্কায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা কমে যায় তাহলে ক্রেতাদের মধ্যে এই গাড়ি কেনার জন্য যে হুড়োহুড়ি পড়ে যাবে সে কথা টাটা খুবই ভাল করে জানে। আর সেই কারণেই হয়তো এমন ব্যবস্থা।