
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে পাক সেনার অন্দরে গেল গেল রব উঠেছে। প্রাণ বাঁচাতে পাক রেঞ্জার্সরা হয় গণইস্তফা দিচ্ছে, নয়তো অসুস্থতা বা অন্য কোনও দোহাই দিয়ে লম্বা ছুটি চাইছে। কেন জানেন? কারণ, পাক সেনা জানে, একবার যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ভারতীয় সেনা যদি একবার প্রত্যাঘাত করতে শুরু করে, তাহলে কচুকাটা হতে হবে। আসুন, আজ জেনে নিই, ভারতের ৯টি এলিট স্পেশ্যাল ফোর্সেস সম্পর্কে, যারা সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকেন, কিন্তু প্রয়োজনে শত্রু দেশের মাটিতে অপারেশন চালাতে এদের জুড়ি নেই। ভারতের দুশমনরা দুঃস্বপ্নেও এদের সামনাসামনি হতে চায় না। ব্রিটেনের স্পেশ্যাল এয়ার সার্ভিস (SAS) বা মার্কিন মুলুকের সিল (Sea, Air and Land Teams) বা ডেল্টা ফোর্সের চেয়ে কোনও অংশে কম ঘাতক নয় ভারতের এই ৯ স্পেশ্যাল ফোর্স। তাঁদের মূল মন্ত্র– “তুম ভারত কে বীর হো, তুম আপনে দেশ কে রক্ষক হো। তু আপনে হিম্মত বাড়ায়ে যা, জাতি-ভেদভাব কো মিটায়ে যা। কদম বাড়ায়ে যা, পিছে হটনা কাম নেহি, আগে বাড়ে যা।” ...