Gujarat Election 2022 Phase 1 Voting Live: গুজরাটে ভোট পড়ল ৫৬.৮৮ শতাংশ, নবসারিতে আক্রান্ত বিজেপি প্রার্থী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 01, 2022 | 7:26 PM

Gujarat Assembly Poll 2022 Live Updates: আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস- দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে।

Gujarat Election 2022 Phase 1 Voting Live: গুজরাটে ভোট পড়ল ৫৬.৮৮ শতাংশ, নবসারিতে আক্রান্ত বিজেপি প্রার্থী
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

Follow Us

বেজে গিয়েছে ভোটের দামামা। আজ থেকে শুরু গুজরাটের বিধানসভা নির্বাচন। এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮। জাতীয় নির্বাচন কমিশনের  নির্দেশ অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। বিজেপি ও কংগ্রেস- দুই দলই ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে। এবারে শাসক দল বিজেপির অন্যতম প্রতীদ্বন্দ্বী হয়ে উঠেছে আম আদমি পার্টিও। ২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Dec 2022 05:59 PM (IST)

    সহায়তায় আইটিবিপির জওয়ানরা

    গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের সময় বিভিন্ন ভোটকেন্দ্রে শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহায়তা করেছেন আইটিবিপির জওয়ানরা।

  • 01 Dec 2022 05:55 PM (IST)

    শিপিং কন্টেইনারে ভোটকেন্দ্র

    ভারুচের আলিয়াবেটে শিপিং কন্টেইনারে তৈরি করা হয়েছিল ভোটকেন্দ্র। এর আগে এই অঞ্চলের ভোটারদের ভোট দিতে অনেক দূরে যেতে হত। কারণ এই এলাকায় কোনও সরকারি বা আধা সরকারি ভবন নেই। এবার তাদের সুবিধার্থে শিপিং কন্টেইনারে ভোটকেন্দ্র স্থাপন করেছিল নির্বাচন কমিশন।


  • 01 Dec 2022 05:50 PM (IST)

    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৬.৮৮ শতাংশ

    শেষ হল গুজরাটে প্রথম পর্বের ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৮৮ শতাংশ। তবে, সব তথ্য আসার পর ভোট পড়ার শতাংশ আরও বাড়তে পারে।

  • 01 Dec 2022 05:46 PM (IST)

    এক জনের জন্য একটি ভোটকেন্দ্র

    গুজরাটের গির জেলায় ঘন জঙ্গলের মধ্যে শুধুমাত্র একজন ভোটারের জন্য স্থাপন করা হয়েছিল একটি ভোট কেন্দ্র। এদিন সেখানে ভোট দিলেন একমাত্র ভোটার হরিদাস

  • 01 Dec 2022 05:39 PM (IST)

    জয়ী হতে চলেছে বিজেপি: জেপি নাড্ডা

    “গুজরাট নির্বাচনে জয়ী হতে চলেছে বিজেপি। রাজ্যে প্রধানমন্ত্রী মোদীর প্রতি অগাধ ভালবাসা রয়েছে। গুজরাটে উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিনের ভোটে ইতিবাচক ফলাফল হবে।” গুজরাট নির্বাচন নিয়ে বললেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

  • 01 Dec 2022 05:35 PM (IST)

    নভসারিতে আক্রান্ত বিজেপি প্রার্থী

    গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও, নবসারি জেলায় তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পীযূষ প্যাটেল। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই হামলা চালায় বলে দাবি করেছেন তিনি। আরও অভিযোগ, তাঁর সঙ্গে থাকা ৪ থেকে ৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

  • 01 Dec 2022 03:49 PM (IST)

    ৩টে পর্যন্ত ভোট পড়ল ৪৮.৪৮ শতাংশ

    বিকেল ৩টে পর্যন্ত গুজরাটে ভোট পড়ল  ৪৮.৪৮ শতাংশ।

  • 01 Dec 2022 02:33 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৪.৪৮ শতাংশ

    দুপুর ১টা পর্যন্ত, গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোট পড়েছে ৩৪.৪৮ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কাপরাডায়, ৪৭.৩৪ শতাংশ। আর গান্ধীধামে ভোট পড়েছে সবথেকে কম, ২৪.৭০ শতাংশ।

     

  • 01 Dec 2022 01:38 PM (IST)

    শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ

    গুজরাটের প্রথম দফায় শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। দুপুর ১২টা অবধি রাজকোটে ভোট পড়ল ২৬ শতাংশ।

  • 01 Dec 2022 12:13 PM (IST)

    সকাল ১১টা অবধি ভোট পড়ল ১৮.৯৫ শতাংশ

    গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণে সকাল ১১টা অবধি ভোট পড়ল ১৮.৯৫ শতাংশ।

  • 01 Dec 2022 12:10 PM (IST)

    ভোট দিলেন ১০০ বছরের বৃদ্ধা

     

  • 01 Dec 2022 12:09 PM (IST)

    ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জার্দোশ

    সুরাটে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জার্দোশ।

  • 01 Dec 2022 10:07 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল প্রায় ৫ শতাংশ

    গুজরাটে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা অবধি ভোট পড়ল ৪.৯২ শতাংশ।

  • 01 Dec 2022 09:00 AM (IST)

    সকাল থেকেই বুথে ভিড় ভোটারদের

     

  • 01 Dec 2022 09:00 AM (IST)

    গ্যাস সিলিন্ডার নিয়ে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক

    ভোট দেওয়ার সময়ও মূল্য়বৃদ্ধির ইস্যুকে তুলে ধরতে মরিয়া কংগ্রেস। আর সেই কারণেই সাইকেলে গ্যাস সিলিন্ডার চাপিয়ে ভোট দিতে গেলেন কংগ্রেস বিধায়ক পরেশ ধেনানি।

  • 01 Dec 2022 08:57 AM (IST)

    ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

    গুজরাটের প্রথম দফার ভোট গ্রহণ পর্বেই রাজকোটে ভোট দিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রুপাণী ও তাঁর স্ত্রী অঞ্জলি।

  • 01 Dec 2022 08:07 AM (IST)

    সকলকে ভোটদানের আর্জি মুখ্য নির্বাচন কমিশনারের

    গুজরাটে ভোটগ্রহণ শুরু হতেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৪.৯ কোটি গুজরাটবাসীকে ভোট দেওয়ার আর্জি জানালেন।

  • 01 Dec 2022 08:05 AM (IST)

    শুরু হল ভোট গ্রহণ

    শুরু হল গুজরাটের বিধানসভা নির্বাচন। আজ প্রথম দফার ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হল ভোট গ্রহণ, বিকেল ৫টা অবধি চলবে ভোটিং প্রক্রিয়া।

  • 01 Dec 2022 07:19 AM (IST)

    প্রথমবার ভোট দেওয়ার উদযাপন আফ্রিকান গ্রাম জাম্বুরে

     

  • 01 Dec 2022 07:18 AM (IST)

    শুরু হয়েছে মক পোলিং

    ভোট গ্রহণের এক ঘণ্টা আগেই বিভিন্ন বুথে শুরু হল মক পোলিং।

  • 01 Dec 2022 07:17 AM (IST)

    ২০১৭ সালের ভোটের ফল

    ২০১৭ সালের নির্বাচনে এই ৮৯ টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে ছিল ৪০টি আসন, একটি আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থী।

  • 01 Dec 2022 07:17 AM (IST)

    সকাল ৮টা থেকে শুরু ভোট গ্রহণ

    আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ।

  • 01 Dec 2022 07:16 AM (IST)

    আজ গুজরাটে প্রথম দফার ভোট গ্রহণ

    আজ থেকে শুরু গুজরাটের বিধানসভা নির্বাচন। এবারে দুই দফায় গুজরাটে ভোটগ্রহণ পর্ব চলবে। আজ প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায় ১৯টি জেলা জুড়ে ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ৭৮৮।