ভাদোদরা: বিরক্ত করছে ভূত (Ghosts)। আর তাতেই অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। এমন অভিযোগ শুনে রীতিমতো তাজ্জব পুলিশ। গুজরাটের (Gujarat) জামবুঘোড়ার পঞ্চমহল জেলার ঘটনা। চাষ করার সময় ভূতের গ্যাং এসে উৎপাত করে এবং খুনের হুমকি দেয় বলে অভিযোগ করেন ৩৫ বছরের এক ব্যক্তি।
ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই মনে করছে পুলিশ। থানা থেকে ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, মানসিক চিকিৎসা চলছে তার। ব্যক্তিকে ভাল করে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে পুলিশ।
ভূতের বিরুদ্ধে নালিশের ঘটনায় অবাক হয়েছেন বহু মানুষ। এমন আজগুবি অভিযোগ এর আগে থানায় জমা পড়েনি বলেই জানিয়েছে জামবুঘোড়ার পঞ্চমহল জেলার পুলিশ। অন্যদিকে, ভূতেরা মেরে ফেলবে বলে ভীত ৩৫ বছরের ওই ব্যক্তি। তাকে নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে পুলিশ।
আরও পড়ুন: দূষণ বাড়ায় এবার যমুনায় মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার