AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দূষণ বাড়ায় এবার যমুনায় মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার

ইতিমধ্যেই মাছ (Fish) ধরায় নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা প্রকাশ করেছে দিল্লি সরকার। ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুযায়ী যমুনা নদীর একাংশে মাছ ধরা যাবে না এবার থেকে।

দূষণ বাড়ায় এবার যমুনায় মাছ ধরা নিষিদ্ধ করল দিল্লি সরকার
যমুনার জলে দূষণ বেড়েছে
| Updated on: Jun 30, 2021 | 1:57 PM
Share

নয়া দিল্লি: যমুনার (Yamuna River) জলে দূষণের মাত্রা বাড়ায় করা সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। এবার থেকে নদীর দুই বিশেষ অংশে মাছ ধরা নিষিদ্ধ হল। দিনকে দিন বেড়েই চলেছে দূষণ। সেজন্যই নয়া পদক্ষেপ দিল্লি সরকারের (Delhi govt)। অন্যদিকে, মাছ ধরা যাদের জীবিকা বিপাকে পড়েছেন তারা। এমন অনেকে আছেন যারা ওইসব এলাকায় মাছ ধরে দিন গুজরান। তাদের জীবিকা আজ বিপন্ন।

ইতিমধ্যেই মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা প্রকাশ করেছে দিল্লি সরকার। ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুযায়ী যমুনা নদীর একাংশে মাছ ধরা যাবে না এবার থেকে। জানা গিয়েছে, যেসব জায়গায় বাইরের জল এসে মিশেছে সেখানেই মাছ ধরা নিষিদ্ধ হয়েছে।

বিশিষ্ট পরিবেশবিদ বিমলেন্দু ঝা টুইট করে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, যমুনা নদী একটি নিকাশি নালাতে পরিণত হয়েছে। এর পাশাপাশি তিনি এখনকার রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যমুনা নদীর তুলনা করেছেন। আবার দিল্লি দূষণ নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, যমুনায় জলজ প্রাণী কমে গিয়েছে ইদানীং। আর বেড়ে গিয়েছে দূষণের মাত্রা। দ্রুতই এই পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলেছেন তারা।

আরও পড়ুন: ৭ তলায় পৌছতেই ছিড়ে গেল লিফটের তার, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩, আহত ১