Panipuri Protest: এমনও হয়! ফুচকাওয়ালা কেন কম দিয়েছে? হাউহাউ করে কেঁদে রাস্তায় বিক্ষোভে বসলেন যুবতী

Viral Video:২টো কম ফুচকা দেওয়ায় বেজায় মনক্ষুণ্ণ হন যুবতী। ফুচকাওয়ালার সঙ্গে তর্কে না পেরে, তিনি রাস্তাতেই বসে পড়েন এবং কান্নাকাটি শুরু করেন। পথচলতি মানুষ থেকে শুরু করে বাইক-গাড়ি চালকরা অবাক হয়ে তাকিয়ে থাকেন যুবতীর দিকে।

Panipuri Protest: এমনও হয়! ফুচকাওয়ালা কেন কম দিয়েছে? হাউহাউ করে কেঁদে রাস্তায় বিক্ষোভে বসলেন যুবতী
ফুচকা নিয়ে বিক্ষোভ।Image Credit source: X

|

Oct 08, 2025 | 7:06 PM

আহমেদাবাদ: নায্য দাবি পূরণ না হওয়ায় বিক্ষোভ। প্রতিদিনই দেশের নানা প্রান্তে এমন বিক্ষোভ হচ্ছে। তবে ফুচকার জন্য বিক্ষোভ করা হচ্ছে, এমন কখনও শুনেছেন? অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। এক যুবতী সত্যি সত্যিই ফুচকার জন্য বিক্ষোভ দেখিয়েছেন রাস্তায় বসে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে এক যুবতী রাস্তার মাঝখানে বসে রয়েছেন। হাউহাউ করে কাঁদছেন। কেন? কারণ তাঁকে ফুচকা দেওয়া হয়নি। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরায়। যুবতীর অভিযোগ, ২০ টাকায় ৬টা ফুচকা হয়। তিনি এতদিন ৬টা ফুচকাই খেয়েছেন, কিন্তু ওই নির্দিষ্ট ফুচকাওয়ালা তাঁকে ২০ টাকায় মাত্র ৪টে ফুচকা দিয়েছে।

২টো কম ফুচকা দেওয়ায় বেজায় মনক্ষুণ্ণ হন যুবতী। ফুচকাওয়ালার সঙ্গে তর্কে না পেরে, তিনি রাস্তাতেই বসে পড়েন এবং কান্নাকাটি শুরু করেন। পথচলতি মানুষ থেকে শুরু করে বাইক-গাড়ি চালকরা অবাক হয়ে তাকিয়ে থাকেন যুবতীর দিকে।

শেষে পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। ভাদোদরা পুলিশ এসে ওই যুবতীকে বুঝিয়ে সরিয়ে নিয়ে যায়।

এদিকে, সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিয়ো নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ কেউ লিখেছে যে ওই যুবতীর দাবি নায্য ছিল। তাঁর বিক্ষোভ দেখানো যুক্তিযুক্ত। একজন আবার মজা করে লিখেছেন যে রাহুল গান্ধীর ভোটচুরির দাবি থেকে ফুচকা নিয়ে লোকজন বেশি সিরিয়াস।