নয়া দিল্লি: সম্প্রতি বাংলা ও বাঙালির দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। এবার হেরিটেজ তকমা পেল দেশের আরও এক আঞ্চলিক সংস্কৃতি। এবার গুজরাটের ঐতিহ্যবাহী গরবা নৃত্যকে হেরিটেজ স্বীকৃতি দিল ইউনেস্কো। বুধবার ইউনেস্কো থেকে রাজ্যের এই ঐতিহ্যবাহী নৃত্য স্বীকৃতি পাওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল। দুর্গাপুজোর মতো ইউনেস্কো গরবা নৃত্যকেও ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকাভুক্ত করেছে। ইউনেস্কোর এই স্বীকৃতি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
ইউনেস্কোর তরফে গুজরাটের গরবা নৃত্য বিশেষ স্বীকৃতি পাওয়ায় সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X হ্যান্ডেলে তিনি লিখেছেন,”গরবা হল জীবন, ঐক্য এবং আমাদের মূল সংস্কৃতির উদযাপন। ইনট্যানজিবল হেরিটেজ লিস্টে এর অন্তর্ভুক্তি হওয়ায় এবার বিশ্বের কাছে ভারতীয় সংস্কৃতির সৌন্দর্য প্রদর্শিত হবে। এই সম্মান আমাদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করে। এই বিশ্বব্যাপী স্বীকৃতির জন্য অভিনন্দন।”
Garba is a celebration of life, unity and our deep-rooted traditions. Its inscription on the Intangible Heritage List showcases to the world the beauty of Indian culture. This honour inspires us to preserve and promote our heritage for future generations. Congrats for this global… https://t.co/9kRkLZ1Igt
— Narendra Modi (@narendramodi) December 6, 2023
গুজরাটের সংস্কৃতির অন্যতম অঙ্গ হল গরবা নৃত্য। তাই গরবা হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় অভিভূত গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলও সকলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। পাশাপাশি সরকারের তরফে রাজ্যব্যাপী বিশেষ উৎসব উদযাপন করার কথা জানিয়েছেন। ইতিমধ্যে আনন্দোৎসবে মেতে উঠেছে গুজরাটবাসী। সাধারণ মানুষ থেকে রাজনীতিক, পরস্পরকে মিষ্টি খাইয়ে চলছে সেলিব্রেশন।