Guwahati High Court: গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে স্থগিত রেসলিং ফেডারেশনের নির্বাচন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 25, 2023 | 9:20 PM

Guwahati High Court: ১১ জুলাই হচ্ছে না রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার নির্বাচন। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিত এই নির্বাচন।

Guwahati High Court: গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে স্থগিত রেসলিং ফেডারেশনের নির্বাচন
গুয়াহাটি হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

গুয়াহাটি: স্থগিত হয়ে গেল ‘ডব্লিউএফআই’ অর্থাৎ, ‘রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া’র নির্বাচন। ১১ জুলাই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, অসম রেসলিং অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে, রবিবার (২৫ জুন), গুয়াহাটি হাইকোর্ট এই নির্বাচন আপাতত স্থগিত করে দিল। ডব্লিউএফআই, ভারতীয় অলিম্পিক কমিটির অ্যাড-হক প্যানেল এবং ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে অসম রেসলিং অ্যাসোসিয়েশন। আদালতে অসম রেসলিং অ্যাসোসিয়েশন জানায়, ডাব্লুএফআই-এর অনুমোদিত সদস্য হওয়ার অধিকারী হওয়া সত্ত্বেও তাদের সেই অধিকার দেওয়া হয়নি। তারা জানিয়েছে, ২০১৪ সালের ১৫ নভেম্বর গোন্ডায় ডব্লুএফআই-এর সাধারণ পরিষদে তৎকালীন ডব্লুএফআই কার্যনির্বাহী কমিটি এই বিষয়ে সুপারিশও করেছিল। কিন্তু, তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাদের অনুমোদিত সদস্য করা হয়নি।

এর আগে ডব্লুএফআই-এর অ্যাড-হক প্যানেল ঘোষণা করেছিল ১১ জুলাই নতুন গভর্নিং বডি নির্বাচন হবে। ইলেক্টোরাল কলেজের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ জানানো হয়েছিল ২৫ জুন। কিন্তু, গুয়াহাটি হাইকোর্টের এদিনের রায়ের ফলে, সেই পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে। অসম রেসলিং ফেডারেশনের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল, যতক্ষণ না তাদের ডব্লুএফআই-এর অনুমোদিত সদস্য করা হচ্ছে এবং ইলেক্টোরাল কলেজে তাদের প্রতিনিধিকে মনোনীত করার অধিকার দেওয়া হচ্ছে, ততক্ষণ এই নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা উচিত।

সেই আবেদন মেনে নিয়েছে আদালত। ডব্লুএফআই অ্যাড-হক কমিটি এবং ক্রীড়া মন্ত্রককে আদালত নির্দেশ দিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তারা ডব্লুএফআই-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন বন্ধ রাখতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই।

Next Article