AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Tensions: জঙ্গিদের ‘শেষকৃত্যে’ পাক সেনাকর্তাদের পাশে দাঁড়িয়ে ওটা কে? শাক দিয়ে মাছ ঢাকছে না তো পাকিস্তান?

Operation Sindoor: কিন্তু এই প্রত্যেকটা অভিযোগ পাকিস্তান নস্যাৎ করে গিয়েছে। কফিনে শুয়ে থাকা জঙ্গি দেহগুলোকে বানিয়ে দিয়েছে সেনা। আর পাক সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়ে থাকা জঙ্গি নেতাকে বানিয়ে দিয়েছে একজন স্থানীয়।

India Pakistan Tensions: জঙ্গিদের 'শেষকৃত্যে' পাক সেনাকর্তাদের পাশে দাঁড়িয়ে ওটা কে? শাক দিয়ে মাছ ঢাকছে না তো পাকিস্তান?
পাক সেনার মাঝে দাঁড়িয়ে হাফিজImage Credit: X
| Updated on: May 13, 2025 | 12:06 AM
Share

নয়াদিল্লি: সামনে একটা কফিন। তাতে রয়েছে পাকিস্তানের পতাকা জড়ানো। ৭ই মে বুধবার মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রত্যাঘাতের ঠিক পরদিন দেখা গেল এই ছবি। বিদেশমন্ত্রকের অভিযোগ, বাছাই করে জঙ্গি ঘাঁটিগুলিতেই হামলা চালিয়েছে ভারত। আর সেই মৃত জঙ্গিদেরই পরদিন রাষ্ট্রীয় সম্মান দিয়ে শেষকৃত্য পালন করল পাকিস্তান। আবার শুধু তাই নয়, জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিকদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল আরও এক জঙ্গি নেতাকে। নাম হাফিজ আব্দুর রাউফ।

কিন্তু এই প্রত্যেকটা অভিযোগ পাকিস্তান নস্যাৎ করে গিয়েছে। কফিনে শুয়ে থাকা জঙ্গি দেহগুলোকে বানিয়ে দিয়েছে সেনা। আর পাক সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়ে থাকা জঙ্গি নেতাকে বানিয়ে দিয়েছে একজন স্থানীয়। যিনি মৃতদের জন্য প্রার্থনা করতে এসেছেন। এই মিথ্যা সত্যি বানানো জন্য ময়দানে নেমেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ISPR-এর প্রধান। জঙ্গি নেতাকে ‘সাধারণ মানুষ’ বলে বিশ্বের সামনে বিবৃতি দিয়েছিলেন তিনি।

শাক দিয়ে কি সত্যি মাছ ঢাকা যায়? হাজার মিথ্যার সামনে একটা সত্যিই গোটা ঘটনা উগরে দেয়। পাকিস্তানের এই মিথ্যাচার নিয়ে এবার সরব PIB। তাদের Fact Check ব্যবস্থার মাধ্যমেই পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে কেন্দ্র সরকার। পিআইবি একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছে, পাক সেনা আধিকারিকদের মাঝে দাঁড়িয়ে থাকা হাফিজ কোনও সাধারণ জনতা নয়। বরং একজন দাগী আসামী। লস্কর গোষ্ঠীর জঙ্গি।

ছবি ও যথাযথ তথ্যপ্রমাণ তুলে ধরে PIB জানিয়েছে, হাফিজ আব্দুর রাউফ হলে লস্কর তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রধান হাফিজ সৈইদের ঘনিষ্ঠ। ১৯৯৯ সাল থেকে তিনি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ও সক্রিয় ভাবে তাদের হয়ে নানা জায়গায় কাজ করে যাচ্ছেন। এবার সেই হাফিজের দেখা মিলল পাক সেনা আধিকারিকদের পাশে। যার আসল পরিচয় ঢাকতে উঠে পড়ে লেগেছে পড়শি দেশ। কিন্তু ওই যে শাক দিয়ে মাছ তো সত্যিই ঢাকা যায় না।