দায়িত্বে অবিচল কনস্টেবল পাননি ছুটি, থানাতেই গায়ে হলুদ দিলেন সহকর্মীরা

Apr 24, 2021 | 8:47 AM

দেশের অন্যান্য জায়গার সঙ্গে রাজস্থানেও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা (COVID-19) সংক্রমণ। ১৯ এপ্রিল থেকে সে রাজ্যে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

দায়িত্বে অবিচল কনস্টেবল পাননি ছুটি, থানাতেই গায়ে হলুদ দিলেন সহকর্মীরা
নিজস্ব চিত্র।

Follow Us

রাজস্থান: সংক্রমণের (COVID-19) বাড়বাড়ন্তে রাজ্যজুড়ে লকডাউনের কড়াকড়ি। ছুটি পাননি মহিলা কনস্টেবল। পুলিশ স্টেশনের ভিতরেই তাই অনুষ্ঠিত হল গায়ে হলুদ। রাজস্থানের দুনগরপুর কোটওয়ালির ঘটনা।

কনস্টেবল আশা রোতের আগামী ৩০ এপ্রিল বিয়ের দিন ঠিক হয়েছে। এদিকে শহরজুড়ে লকডাউনের কারণে প্রাক-বিবাহ মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তিনি। ২৩ এপ্রিল বাড়িতে ‘হলদি’র আয়োজন করা হলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়। কারণ, ছুটি পাননি আশা। তবে ভাবী বধূর মনে যাতে কোনও আফশোস না থাকে, তার পুরো ভার নিজেদের কাঁধে তুলে নেন তাঁর সহকর্মীরা।

থানাতেই আয়োজন করা হয় গায়ে হলুদের। এদিন সকালে হলুদ সালোয়ার-কুর্তা আর লাল ওড়নায় সেজে বসেছিলেন আশা। সহকর্মীরা তাঁর শরীরে ছুঁইয়ে দেন মঙ্গল-হলুদ। থানার ভিতরই চলে ‘হলদি’র গান।

আরও পড়ুন: রাতভর বাইক বাহিনীর তাণ্ডব, মুড়িমুড়কির মত বোমা-গুলি, ভোট মিটটেই অগ্নিগর্ভ নৈহাটি

এই থানার স্টেশন-ইন-চার্জ দিলীপ দান বলেন, “রাজ্য সরকার পাবলিক ডিসিপ্লিন ফর্টনাইট ঘোষণা করেছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আশাও গত কয়েকদিন ধরে ডিউটি করছে। যখন জানলাম, ওর বিয়ের হলদি অনুষ্ঠান, অথচ ও যেতে পারবে না, আমরা ভাবি এমন কিছু করব যাতে ও খুশি হয়। এরকম মহরত তো আর বারবার আসে না।” যদিও দান জানান, বিয়ের ছুটি মঞ্জুর হয়েছে আশার।

দেশের অন্যান্য জায়গার সঙ্গে রাজস্থানেও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা সংক্রমণ। ১৯ এপ্রিল থেকে সে রাজ্যে ১৫ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতেই গেহলট সরকারের এই সিদ্ধান্ত। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছুই। ভিন রাজ্য থেকে ঢুকতে গেলে লাগবে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট।

Next Article