‘আমরা যেন পশু, হাতে পায়ে কড়া পরিয়ে যেভাবে ছুড়ে ফেলল…’, ভারতীয়দের সঙ্গে কী কী করছে ট্রাম্প সরকার, সব সত্যিটা সামনে

USA Deports Indians: ৩৬ বছরের যশপাল সিং পঞ্জাবের বাসিন্দা। ঋণ নিয়ে তিনি এজেন্টকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন আমেরিকা যাওয়ার জন্য। ওই এজেন্ট তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বৈধ কাগজপত্র বানিয়েই আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কিন্তু তা হয়নি।

আমরা যেন পশু, হাতে পায়ে কড়া পরিয়ে যেভাবে ছুড়ে ফেলল..., ভারতীয়দের সঙ্গে কী কী করছে ট্রাম্প সরকার, সব সত্যিটা সামনে
এভাবেই বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে দেশে।Image Credit source: PTI

|

Feb 07, 2025 | 7:25 AM

নয়া দিল্লি: অবৈধভাবে বসবাস, ঘাড় ধরে আমেরিকা থেকে অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পার পাচ্ছেন না ভারতীয়রাও। হাতে হ্যান্ডকাফ, পায়ে বেরি পরিয়ে সামরিক বিমানে চাপিয়ে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এই ছবি সকলের সামনে। কিন্তু ছবির আড়ালে তাদের সঙ্গে আর কী কী হয়েছে জানেন?

আমেরিকান ড্রিম। বড় মানুষ হওয়ার স্বপ্ন নিয়েই আমেরিকা পাড়ি দিয়েছিলেন এরা। তবে সোজা পথে নয়। দুর্গম পাহাড়, মরুভূমি, ঘন জঙ্গল ও কাঁটাতার পেরিয়ে স্বপ্ন সত্যি করার চেষ্টা করেছিলেন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রা। এর জন্য এজেন্টদের লাখ লাখ টাকাও দিতে হয়েছিল। আমেরিকান ড্রিম তো পূরণ হল না, উল্টে ঋণ নিয়ে লাখো টাকা খুইয়ে আজ সর্বস্বান্ত তারা।

প্রথম দফায় যে ১০৪ জন ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ৩৩ জন করে হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা ছিলেন। পঞ্জাব থেকে ৩০ জন, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ থেকে ৩ জন করে, চণ্ডীগঢ় থেকে ২ জন ছিলেন। মোট ১৯ জন মহিলা, ৪ বছরের শিশু সহ ১৩ জন নাবালক-নাবালিকাকে ফেরত পাঠানো হয়েছে। সকলকে হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে। যাতে তারা বিমানবন্দর বা বিমান থেকে পালিয়ে যেতে না পারে।

৩৬ বছরের যশপাল সিং পঞ্জাবের বাসিন্দা। ঋণ নিয়ে তিনি এজেন্টকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন আমেরিকা যাওয়ার জন্য। ওই এজেন্ট তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বৈধ কাগজপত্র বানিয়েই আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কিন্তু তা হয়নি। ব্রাজিল অবধি বিমানে যাওয়ার পর তাঁকে ‘ডাঙ্কি রুট’ দেখিয়ে দেওয়া হয়। বলা হয়, আমেরিকা ঢুকতে গেলে এই পথেই যেতে হবে। ৬ মাস অপেক্ষা করার পর আমেরিকায় ঢুকতে পারলেও, ২৪ জানুয়ারি মার্কিন পুলিশের কাছে ধরা পড়ে যান। গ্রেফতার করে তাঁকে নিয়ে যাওয়া হয়। যশপাল ভেবেছিলেন তাঁকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। কিন্তু হাতে-পায়ে বেড়ি পরিয়ে সোজা বিমানে উঠিয়ে দেওয়া হয় ভারতের উদ্দেশে।

ওই সময়টুকু ভয়ঙ্কর কেটেছে  অনুপ্রবেশকারীদের। অভিযোগ, তাদের মানুষ বলে গণ্যই করা হচ্ছিল না। পশুর মতো হাত-পায়ে বেড়ি পরানো ছিল। যেভাবে বাক্স ছুড়ে ফেলা হয়, সেভাবেই অনুপ্রবেশকারীদের সঙ্গে ব্যবহার করছিল মার্কিন প্রশাসন। তাদের সামান্য জলটুকুও দেওয়া হচ্ছিল না। শৌচাগারে যাওয়া তো দূরস্থ।