
নয়া দিল্লি: দিলজিতের সিনেমায় পাকিস্তানি নায়িকা হানিয়া আমির! এই নিয়ে বিতর্ক, সমালোচনার শেষ নেই। ডাক দেওয়া হয়েছে সিনেমা বয়কটের। তার মধ্যেই হঠাৎ আবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পাকিস্তানি তারকাদের পোস্ট। ব্যস, দেখেই অগ্নিশর্মা ভারতীয়রা। সরকার ফের ব্যান করে দিল পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।
পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছিল ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে। আর সেই অপারেশন সিঁদুরের নিন্দায় মুখর হয়েছিল পাকিস্তানি তারকারা। তাদেরও জবাব দিতে ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল। হঠাৎ দেখা গেল, বুধবার থেকে পাকিস্তানি অভিনেতা, গায়ক, খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়াগুলি আবার দেখা যাচ্ছে। হানিয়া আমির, মাহিরা খান, শাহিদ আফ্রিদি, মাওয়ারা হোকানে, ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট দেখা যাচ্ছে।
ভারতীয়রা এটা দেখেই ক্ষুব্ধ হয়ে যায়। অভিযোগের পাহাড় জমতেই এ দিন ফের কেন্দ্রের তরফে পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হল। পাশাপাশি পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিও ফের ব্যান করে দেওয়া হয়েছে।
এখন ইন্সটাগ্রামে কোনও পাকিস্তানি তারকার অ্যাকাউন্ট সার্চ করলেই একটি পপ-আপ মেসেজ আসছে, যাতে লেখা “অ্যাকাউন্ট নট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া।”
তবে সরকারের তরফে পাকিস্তানি তারকাদের উপরে ব্যান প্রত্যাহার এবং একদিন বাদেই ফের ব্যান করে দেওয়া নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।