Video: প্রধানমন্ত্রীকে নিয়ে আবৃত্তি পাঠ ছোট্ট যশোধরার, আপ্লুত মোদী

Poem on PM Narendra Modi: কেবল রাজনীতি-সচেতকদের কাছেই নয়, যারা রাজনীতি বোঝে না তাদেরও কাছেও বিশেষ জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার রাজ্যপালের ছোট্ট নাতনির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা আবৃত্তিতে একথা ফের প্রমাণিত হল। ছোট্ট সেই বালিকার আবৃত্তির ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। বর্তমানে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Video: প্রধানমন্ত্রীকে নিয়ে আবৃত্তি পাঠ ছোট্ট যশোধরার, আপ্লুত মোদী
হরিয়ানার রাজ্যপালের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আবৃত্তি পাঠ করল তাঁর নাতনি যশোধরা।Image Credit source: twitter

| Edited By: Sukla Bhattacharjee

Dec 10, 2023 | 9:46 PM

চণ্ডীগঢ়: ফের বিশ্বের জনপ্রিয়তম নেতার তকমা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে কেবল রাজনীতি-সচেতকদের কাছেই নয়, যারা রাজনীতি বোঝে না তাদেরও কাছেও বিশেষ জনপ্রিয় তিনি। হরিয়ানার রাজ্যপালের (Haryana Governor) ছোট্ট নাতনির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা আবৃত্তিতে একথা ফের প্রমাণিত হল। ছোট্ট সেই বালিকার আবৃত্তির ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। বর্তমানে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হরিয়ানার রাজ্যপালের নাতনি যশোধরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আবৃত্তি করেছেন। সেই আবৃত্তি পাঠের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দাদুর সামনে দাঁড়িয়ে ছোট্ট বালিকা দৃঢ়তার সঙ্গে ‘যিনি নিজের জীবন ভারতের নামে করেছেন…’ পংক্তির মধ্য দিয়ে আবৃত্তি পাঠ শুরু করেন এবং আবৃত্তির শেষে দু-হাত জোড় করে প্রধানমন্ত্রীকে প্রণাম জানান যশোধারা।

ছোট্ট বালিকার এই আবৃত্তি পাঠ দেখে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সেই ভিডিয়োটি ধরে পাল্টা রিটুইট করেছেন। সেখানে নমো লিখেছেন, ‘সৃজনশীল এবং চমৎকার। তার কথাগুলি দারুণ শক্তির উৎস।’

প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশের প্রাক্তন বিজেপি প্রধান তথা হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় তাঁর নাতনির আবৃত্তি পাঠের ভিডিয়োটি শনিবার পোস্ট করেছেন। ২৪ ঘণ্টার মধ্যেই সেটার ৯ লক্ষ ভিউয়ার্স এবং ১৭ হাজার লাইক হয়েছে।