নয়া দিল্লি: গতকালের পর আজও দীর্ঘক্ষণ আদালত কক্ষের ভিতরে শুনানি চলে আরব সাগরের বুকে প্রমোদ তরণীর মাদক মামলার। দুই পক্ষের বক্তব্য শোনার পর মুম্বই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিয়ান খানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে। আরিয়ান যদি মাদক নিয়ে থাকেন, বা কোনওভাবে যুক্ত থাকেন তবে তার বিচার করে আদালত। কিন্তু যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে শাহরুখ খান ও তাঁর পরিবারকে, তা সত্যিই অবর্ণনীয়। এই পরিস্থিতিতে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট লেখক শশী থারুর।
টুইটারে শাহরুখের মানসিক অবস্থার পাশে দাঁড়িয়ে শশী থারুর লিখেছেন, আমি কোনওরকম মাদকের ভক্ত নই। কোনওদিন কোনও মাদক নিইনি। কিন্তু শাহরুখের ছেলে গ্রেফতার হওয়ার পর থেকে যেভাবে এক শ্রেণির মানুষ তাঁর চরিত্র বিশ্লেষণের জঘন্য খেলায় মেতে উঠছে, তা দেখে আমি অত্যন্ত বিরক্ত। কিছু তো সহানুভুতি রাখুন। সাধারণ মানুষের থেকে যা প্রতিক্রিয়া আসছে তা স্বাভাবিকভাবেই খারাপ। তার উপর আর নতুন করে একটা ২৩ বছরের তরুণ মুখ ঘষে দেওয়ার কোনও দরকার নেই।
I am no fan of recreational drugs & haven’t ever tried any, but I am repelled by the ghoulish epicaricacy displayed by those now witch-hunting @iamsrk on his son’s arrest. Have some empathy, folks. The public glare is bad enough; no need to gleefully rub a 23yr old’s face in it.
— Shashi Tharoor (@ShashiTharoor) October 4, 2021
আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকে মন্নতের বাইরে একদল উৎসুক মানুষের ভিড় বেড়ে গিয়েছে। শাহরুখের প্রতিটি পদক্ষেপ এখন আতস কাঁচে তলায়। অনেকে আরিয়ানের পুরানো কিছু ভিডিয়ো তুলে এনে, তার সমালোচনাও করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন উঠছে। আর বাবা হিসেবে এ সব শুনতে নিশ্চয়ই ভাল লাগছে না শাহরুখের। কিং খানের সেই মানসিক পরিস্থিতির কথা বুঝতে পেরেই এবার তাঁর পাশে দাঁড়িয়ে টুইট করলেন শশী থারুর।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের চশমার বাক্স থেকে মাদক উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, ওই প্রমোদতরণীতে ধরা পড়ার সময় আরিয়ানের কাছে ১ লাখ ৩৩ হাজার টাকা ও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল।
কর্ডেলিয়া ক্রুজ নামক ওই প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া। আগামী ৪ অক্টোবর তা গোয়া ঘুরে ফের মুম্বইতে ফেরত আসার কথা ছিল। কিন্তু ওই প্রমোদতরণী যাত্রা শুরুর আগেই এনসিবির কাছে খবর মেলে, ওই ক্রুজে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে এবং তা সেবন করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন : Mumbai Cruise Drug Party: এনসিবির জালে শ্রেয়স, এই কি আরিয়ানকে মাদকের জোগান দিত?