
নয়া দিল্লি: বিশ্ব নয়, মহাকাশ জয়। লখনউয়ের ছেলে ফিরলেন মহাকাশ জয় করে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৮ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মঙ্গলবারই ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করে তাদের মহাকাশযান স্পেসএক্স ড্রাগন। তবে এখনই বাড়ি ফিরতে পারছেন না শুভাংশু। কবে তিনি নিজের বাড়িতে আসবেন, তা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পৃথিবীতে অবতরণ করতেই আবেগে, উচ্ছাসে ভেসেছে ভারতবাসী। চোখে জল এসেছে শুভাংশুর মা-বাবার। ছেলেকে জায়ান্ট স্ক্রিনে দেখতে পেলেও, এখনই সামনা-সামনি দেখা হচ্ছে না। ছেলের দেখা পেতে তাদের এখনও প্রায় ১ মাস অপেক্ষা করতে হবে।
আগেই জানা গিয়েছিল, পৃথিবীতে ফিরে শুভাংশু ও বাকি ৩ মহাকাশচারীকে ৭ থেকে ১০ দিন রিহ্যাবিলেশনে থাকতে হবে। তাদের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে। মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে শরীর যাতে খাপ খাইয়ে নিতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ইসরোর তরফে জানানো হয়েছে, বর্তমানে পোস্ট-মিশন মেডিক্যাল ইভালিউশন ও রিকভারি প্রোটোকলের মধ্যে দিয়ে যাচ্ছেন শুভাংশু। এখানে তাঁর কার্ডিওভাসকুলার অ্যাসেসমেন্ট করা হবে। মাসকিউলোস্কেটেটাল টেস্ট করা হবে। এতদিন মহাকাশে থাকায় তাঁর চিন্তা-ভাবনা বা মননে কোনও প্রভাব পড়েছে কি না, তাও খতিয়ে দেখবেন চিকিৎসকরা।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৮ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরলেও, ভারতে আসতে আরও কিছুদিন সময় লাগবে। আগামী ১৭ অগস্ট সম্ভবত ভারতে আসতে পারেন শুভাংশু শুক্লা। বিভিন্ন নিয়মের বেড়াজাল, রিহ্যাব ও ডি-ব্রিফিং সেশনের পরই দিল্লি আসবেন শুভাংশু।