Heavy Rain: প্রকৃতির রুদ্রমূর্তি উত্তর ভারতে, শুধু হিমাচলেই ভারী বৃষ্টিতে মৃত্যু ৮০ জনের, উত্তরাখণ্ডেও বাড়ছে বিপদ
Himachal Pradesh: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে কমপক্ষে ৭৯টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিক ভেঙে গিয়েছে ৩৩৩ বাড়ি। রাজ্যের ৪১টি জায়গায় ধস নেমেছে। মেঘভাঙা বৃষ্টিও নেমেছে এক জায়গায়।
সিমলা: কাঠফাটা গরম থেকে মুক্তি পেতে সকলে চাতক পাখির মতো বসেছিল বৃষ্টি কবে আসবে, তার অপেক্ষায়। বৃষ্টি এল বটে, তবে তাতে ভাসছে গোটা উত্তর ও উত্তর পূর্ব ভারত। বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। চরম অবস্থা হিমাচল প্রদেশে। সে রাজ্যের সরকারের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির জেরে ধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে এখনও অবধি ৮০ জনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯২ জন। এখনই বৃষ্টি থামার কোনও ইঙ্গিত নেই। আগামী তিন-চারদিনও উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টি জারি থাকবে বলেই জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। ভারী বৃষ্টিতে ভেঙে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সেতু। প্রায় ১০৫০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে কমপক্ষে ৭৯টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিক ভেঙে গিয়েছে ৩৩৩ বাড়ি। রাজ্যের ৪১টি জায়গায় ধস নেমেছে। মেঘভাঙা বৃষ্টিও নেমেছে এক জায়গায়। অতিরিক্ত বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে কমপক্ষে ২৯টি জায়গায়। বিপাশা থেকে শুরু করে বিভিন্ন ছোট-বড় নদীরই জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।
This is what Beas has done to the Kullu-Manali Double Lane National Highway stretch #HimachalPradesh #Heavyrainfall pic.twitter.com/dE1gNo3ePJ
— Gagandeep Singh (@Gagan4344) July 12, 2023
হিমাচলের মতোই পরিস্থিতি উত্তরাখণ্ডেও। মঙ্গলবারও জারি ছিল ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টাতেই ধসে চাপা পড়ে ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। এর প্রভাব পড়েছে চার ধাম যাত্রাতেও।
10 years back it was the Kedarnath Temple that stood the wrath of time today it is Mahadev’s Temple in Mandi, #HimachalPradesh.
सदा शिव निराकार शंकर शिवोहम ?? pic.twitter.com/zWFCtPbEJt
— Prerna Bhardwaj (@prernabhardwaj_) July 10, 2023
অন্য়দিকে, পঞ্জাবেও ভারী বৃষ্টিতে ৮ জনের মৃত্যু হয়েছে। হরিয়ানায় টানা বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের। দিল্লিতেও ভারী বৃষ্টিতে দেওয়াল ধসে ও গাছ পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।