AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Airport: বেলুনের মতো ফুলে ফেটে পড়ল দিল্লি বিমানবন্দরের ‘ছাউনি ছাদ’, এ কী কাণ্ড?

Heavy Rain in Delhi: বলা চলে, দিল্লির অকাল বৃষ্টিতে সবচেয়ে বেশি যেন ক্ষতির মুখে পড়েছে বিমানবন্দরটি। এর মধ্যেই আবার আরও ভয়াবহ কাণ্ড। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে যে ছাউনির নীচে আশ্রয় নিয়েছিল বহু মানুষ। ভেঙে পড়ল সেটিও।

Delhi Airport: বেলুনের মতো ফুলে ফেটে পড়ল দিল্লি বিমানবন্দরের 'ছাউনি ছাদ', এ কী কাণ্ড?
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া ছবিImage Credit: X
| Updated on: May 25, 2025 | 6:41 PM
Share

নয়াদিল্লি: যে বৃষ্টিকে স্বস্তির ভেবেছিল দিল্লিবাসী। তাই এখন বিপর্যয় হয়ে ঘাড়ে চড়ে বসেছে তাদের। শনিবার রাত থেকেই দিল্লিতে বেড়েছে বৃষ্টির প্রকোপ। রবিবার ভোর পর্যন্ত পেরিয়ে গিয়েছে সমস্ত মাত্রা। ভারী বৃষ্টির জেরে অতীষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সঙ্গে আবার চলছে ঝড়ের দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮১ মিলিমমিটার। যার জেরে ডুবে গিয়েছে দিল্লি বিমানবন্দরের একাংশ। আন্ডারপাসের মুখে আটকে পড়েছে বহু গাড়ি। প্রভাব পড়েছে বিমান ওঠানামায়।

বলা চলে, দিল্লির অকাল বৃষ্টিতে সবচেয়ে বেশি যেন ক্ষতির মুখে পড়েছে বিমানবন্দরটি। এর মধ্যেই আবার আরও ভয়াবহ কাণ্ড। বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে যে ছাউনির নীচে আশ্রয় নিয়েছিল বহু মানুষ। ভেঙে পড়ল সেটিও। যাকে কেন্দ্র করে আবার বিজেপির দিকে কটাক্ষের ছুরি চালিয়ে দিল বিরোধী কংগ্রেস।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো (সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি) দেখা গিয়েছে, দিল্লি বিমানবন্দরের বাইরে বৃষ্টির কারণে ধীরে ধীরে জল জমছে ছাউনির মাথায়। ওই ছাউনির নীচেই আশ্রয় নিয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দাঁড়িয়ে রয়েছে গাড়ি। হঠাৎ করে জলের চাপে বেলুনের মতো ফুলে গিয়ে ফেটে পড়ল ছাউনির মাথাটা। হুহু করে নামল বৃষ্টির জল। জলোচ্ছাস দেখে চোখ কপালে উঠল ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের।

এদিন কেরল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকেও পোস্ট করা হয় এই ভিডিয়োটি। সেই পোস্টেই তারা কেন্দ্র সরকারের দিকে তির দেগে লেখে, ‘বিকাশ উপচে পড়ছে।’

উল্লেখ্য, শুধুই দিল্লি নয়। অকাল বৃষ্টিতে ভেসেছে পাশ্বর্বর্তী উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলগুলিও। হাওয়া অফিস জানিয়েছে, এখনই স্বস্তির কোনও আশা নেই। ভারী বৃষ্টি থেকে রেহাই পাওয়া গেলেও আগামী ২৪ ঘণ্টা হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে রাজধানীতে। বইবে ঝোড়ো হাওয়া।