নয়া দিল্লি: সোমবার সন্ধ্যায় দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের। ঝড়ের দাপটে জামে মসজিদের মূল গম্বুজের কারুকার্য করা কলস ভেঙে পড়েছে। মসজিদের কাঠামোরও কিছু অংশ ভেঙে পড়েছে। জামা মসজিদ এলাকাতেই একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির। প্রবল ঝোড়ো বাতাসে এদিন দিল্লির বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বেশ কয়েকটি জায়গায় বন্ধ হয়ে যায় যান চলাচল। শুধু তাই নয়, গাছ পড়ে, লোহার বিম পড়ে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি গাড়ির। দিল্লির অনেক বসত-বাড়িও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়েছেন, একটি মিনার এবং মসজিদের অন্যান্য অংশ থেকে পাথর ভেঙে পড়ে দুই ব্যক্তি আহত হয়েছেন। বুখারি বলেছেন, ‘মূল গম্বুজের কলসটি ভেঙে তিন টুকরো হয়ে গিয়েছে। দুটি টুকরো পড়ে গিয়েছে, অপরটি গম্বুজের সঙ্গে আটকে রয়েছে। ওই টুকরোটি না নামিয়ে আনা হলে, সেটিও পড়ে যাবে। আর মাটিতে পড়ার আগে দেওয়ালের ক্ষতি করবে। মসজিদের কাঠামোর কিছু পাথরও খুলে পড়ে গিয়েছে। আমি আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়াকে চিঠি লিখে ক্ষতিগ্রস্ত অংশটি নামিয়ে আনার কথা বলব। মসজিদটি অবিলম্বে মেরামতের জন্য প্রধানমন্ত্রীকেও চিঠি দেব।’
Middle dome finial broke into 3 parts, 2 fell down, one is still stuck. If not brought down & it falls, it’ll damage the wall before it. I’m writing to ASI DG to bring down the damaged portion. Falling stones injured 2-3 people: Syed Ahmed Bukhari, Shahi Imam, Delhi’s Jama Masjid pic.twitter.com/R6aiw1qte1
— ANI (@ANI) May 30, 2022
গত কয়েকদিনের দাবদাহের পর, এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের কিছু অংশ প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং শিলাবৃষ্টিতে তছনছ হয়ে যায়। শিলের আঘাত থেকে বাঁচতে বহু জায়গাতেই গাড়ি-বাইক ইত্যাদি যানবাহন দাঁড়িয়ে পড়েছিল। ঝোড়ো বাতাসের দাপটে, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি থর-থর করে কাঁপছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকা ঝড়ে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে, বেশ কিছুক্ষণ বিমান ওঠা-নামাও বন্ধ ছিল। ফলে, অনেক উড়ানেরই সময় পিছিয়ে দিতে হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রবল ঝড়-বৃষ্টিতে বিজয় চকের একটি ছাউনিও ভেঙে গিয়েছে।
#WATCH | Bus trapped under an uprooted tree in the aftermath of a hailstorm in Delhi, causing traffic snarls near Sanchar Bhawan. pic.twitter.com/4Z91pAofpR
— ANI (@ANI) May 30, 2022
আগেই, দিল্লির আঞ্চলিক আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র থেকে পশ্চিম, উত্তর-পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার সকালে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত পালাম অবজারভেটরির রিডিং অনুসারে, বিকালের ঝড়বৃষ্টির পর তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। প্রায় এক সপ্তাহ আগেও, প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী হয়েছিল জাতীয় রাজধানী এলাকা।