Heeraben Modi Death: প্রয়াত মা হীরাবেন মোদী, আমেদাবাদ রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2022 | 7:01 AM

PM Narendra Modi's Mother Passes Away: গত বুধবার শারীরিক অসুস্থতার কারণে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেন মোদীকে।

Heeraben Modi Death: প্রয়াত মা হীরাবেন মোদী, আমেদাবাদ রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী
মায়ের প্রয়াণে বঙ্গ যাত্রা বাতিল মোদীর

Follow Us

আমেদাবাদ : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী (Heeraben Modi)। গত বুধবার থেকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৩ টে ৩৯ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছরের বেশি। শুক্রবার সকালে টুইট করে নিজেই মায়ের মৃত্যুসংবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় প্রধানমন্ত্রীর মায়ের। এরপরই তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খবর পাওয়ার পর সেদিনই প্রধানমমন্ত্রী তাঁর মাকে দেখতে ওই হাসপাতালে ছুটে যান। মায়ের সঙ্গে দেখাও করেন তিনি।

চলতি বছরের ১৮ জুন ১০০ বছরে পা দেন হীরাবেন মোদী। গত ৪ ডিসেম্বর গুজরাটের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেছিলেন মোদী। পরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটও দেন হীরাবেন। হীরাবেন দিল্লিতে মোদীর কাছে না থাকলেও সময় পেলেই মায়ের সঙ্গে দেখা করতে যেতেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পরও একাধিকবার গুজরাটের বাড়িতে গিয়ে দেখা করেছেন তিনি।

শুক্রবার সকালে মায়ের মৃত্যুসংবাদ পেয়েই আমেদাবাদের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। এদিনই কলকাতায় তাঁর সফরের কথা ছিল। কিন্তু এই ঘটনায় সেই সফর আপাতত বাতিল করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। কলকাতায় এদিন একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

Next Article