Kedarnath Chopper Crash: কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি।

Kedarnath Chopper Crash: কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৭ পুণ্যার্থী
দুর্ঘটনাস্থলে এনডিআরএফ।Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 15, 2025 | 10:46 AM

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। তার মধ্যেই আরেকটি দুর্ঘটনা। এবার কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৭ জন পুণ্যার্থীর।  উদ্ধারকাজে নেমেছে NDRF ও SDRF।

জানা গিয়েছে, গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। গুপ্তকাশী যাচ্ছিল কপ্টারটি। ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নীচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ৭  জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে এক শিশুও ছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ ও এসডিআরএফ। তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায়, দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌছানো ছাড়া উপায় নেই। সেই কারণে বেশ কিছুটা সময় লাগছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা, যারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন, তারাই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখতে পান এবং খবর দেন।

গত ২ মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি পঞ্চম দুর্ঘটনা।  এর আগে গত ১৭ মে উত্তরাখণ্ডে এয়ার এম্বুলেন্স এমার্জন্সি ল্যান্ড করে। গত ৭ জুন চারধাম যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে রাস্তায় ক্র্যাশ ল্যান্ড করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হেলিকপ্টার। ওই কপ্টারেও ৫ জন ছিলেন।