
রেপো রেট কমিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর তার প্রভাব যে শুধুমাত্র হোম লোনের সুদ কমেছে এমন নয়। কমেছে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের সুদের হারও। আর এখানেই চাপে পড়েছে মধ্যবিত্ত। ভারতের মধ্যবিত্তরা টাকা জমায় বা সঞ্চয় করে। বেশিরভাগ মানুষই বিনিয়োগে ভয় পায়। আর তার শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডের বদলে ভারতীয়দের ভরসা যোগায় ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটই।
ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে সুদের হার কমায় চিন্তায় পড়েছে মধ্যবিত্ত। তবে এর একাধিক মুশকিল আসানও রয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা পোস্ট অফিস টাইম ডিপোজিটের মতো বিষয়গুলো সম্পর্কে অনেকেই অবগত নন। এই সরকারি প্রকল্পগুলো সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় ০.৫ থেকে ১.২ শতাংশ বেশি রিটার্ন দেয়।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বর্তমানে ৮.২ শতাংশ রিটার্ন দেয়। যা বেশিরভাগ ব্যাঙ্কের দেওয়া সুদের তুলনায় বেশি। এ ছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা পোস্ট অফিস টাইম ডিপোজিটের মতো স্কিমগুলোও ভাল রিটার্ন দেয়।
এই ধরনের স্কিম শুধুমাত্র বেশি সুদ দেয় তা কিন্তু নয়। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।