Train: ট্রেনের জানালা দিয়ে ফোন বা ব্যাগ পড়ে গেলে অযথা টেনশন করবেন না, কীভাবে ফেরত পাবেন, জেনে নিন

Train: চেন টেনে ট্রেন থামানোর দরকার নেই। সহজ উপায় রয়েছে। কোনও জিনিস জানালার বাইরে পড়ে গেলে প্রথমেই উদ্বিগ্ন হয়ে পড়বেন না। মাথা ঠাণ্ডা রাখুন।

Train: ট্রেনের জানালা দিয়ে ফোন বা ব্যাগ পড়ে গেলে অযথা টেনশন করবেন না, কীভাবে ফেরত পাবেন, জেনে নিন
Image Credit source: TV9 Network

Mar 14, 2025 | 6:05 PM

নয়া দিল্লি: ট্রেনে যাত্রা করার সময় জানালা দিয়ে জিনিস পড়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। অনেক সময় যাত্রীরা বাইরের দৃশ্যের ভিডিয়ো করতে গিয়ে বিপদে পড়ে যান। দ্রুত গতিতে দৌড়নো ট্রেন থেকে নেমে ফোন তোলা মুস্কিল। তবে এই ক্ষেত্রে আপনার হারানো জিনিসটি ফিরে পাওয়ার উপায় রয়েছে।

না, চেন টেনে ট্রেন থামানোর দরকার নেই। সহজ উপায় রয়েছে। কোনও জিনিস জানালার বাইরে পড়ে গেলে প্রথমেই উদ্বিগ্ন হয়ে পড়বেন না। মাথা ঠাণ্ডা রাখুন। চেন টানলে শাস্তিও হতে পারে, তাই সেটা করার দরকার নেই। চেন টানলে জেলে যেতে হতে পারে, জরিমানাও হতে পারে।

কী করবেন জেনে নিন

১. যেখানে আপনার ফোন বা পার্স পড়ে গিয়েছে, তার কাছে থাকা রেলের কালো-হলুদ পোলের নম্বরটি সংগ্রহ করুন।

২. ট্রেনের টিটিই-কে নম্বরটি দেখান। তিনি আপনাকে নিকটবর্তী স্টেশনের নাম বলে দেবেন।

৩. রেল পুলিশ ফোর্স হেল্পলাইন নম্বর ১৮২ বা রেল হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করুন।

৪. পুলিশ আপনার হারানো জিনিসটি সংশ্লিষ্ট জায়গা থেকে খুঁজে এনে দেব।

এছাড়া প্রয়োজন হলে indianrailways.gov.in- এই ওয়েবসাইটে লগ ইন করে হারানো জিনিস ফেরত পাওয়া যেতে পারে।