Bank Fraud: OTP-তেই লুকিয়ে ‘সাক্ষী’! ৪১ জনের FD ভেঙে কীভাবে ৪ কোটি টাকা আত্মসাৎ করলেন এই ব্যাঙ্ক কর্মী?
Bank Fraud: ধৃতের নাম সাক্ষী গুপ্ত। তিনি আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশন ম্যানেজার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্কের ইউজার ফিক্সড ডিপোজিটের লিঙ্ক ব্যবহার করে সাধারণ মানুষের টাকা উধাও করে দেন।

জয়পুর: গত দুই বছর ধরে চলেছে জালিয়াতি। সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট ভেঙে টাকা হাতিয়ে, তা লাগিয়েছেন শেয়ার বাজার। একজন ব্যাঙ্ক ম্যানেজার যে এমনটাও করতে পারেন, তা দেখে মাথায় হাত সকলের।
ধৃতের নাম সাক্ষী গুপ্ত। তিনি আইসিআইসিআই ব্যাঙ্কের রিলেশন ম্যানেজার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্কের ইউজার ফিক্সড ডিপোজিটের লিঙ্ক ব্যবহার করে সাধারণ মানুষের টাকা উধাও করে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১ জন গ্রাহকের শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে ৪.৫৮ কোটি টাকা বেআইনিভাবে হাতিয়ে নিয়েছেন তিনি।
এত টাকা নিয়ে কী করেছে সাক্ষী? পুলিশ জানিয়েছে, সমস্ত টাকাটেই সে ব্যবহার করেছে শেয়ার বাজার। নিজের লাভ তুলে আবার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার ছক কষেছিলেন তিনি। কিন্তু তা পারেননি। টাকা ডুবে যাওয়ায় একেবারে দেউলিয়া হয়ে যায় সাক্ষী।
কিন্তু কীভাবে এই জালিয়াতি করলেন তিনি?
তদন্তে বেরিয়ে এসেছে সেই শতাধিক অ্যাকাউন্টকে নিজের হাতে নিয়েছিলেন তিনি। সহজেই পারতেন ঢুকতে-বেরতে। কিন্তু যার নামে অ্যাকাউন্ট, তার কোনও প্রকার অনুমতি ছাড়া কীভাবে এই লেনদেন চালাতেন তিনি? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহকদের মোবাইলে ঢুকে পড়েছিলেন সাক্ষী। যখনই তাদের অ্যাকাউন্ট থেকে তার টাকা তোলার প্রয়োজন হত, সেক্ষেত্রে ব্যবহৃত OTP-র ঢুকত সাক্ষীর ফোনে। লেনদেন যে হচ্ছে, সেই ব্যাপারে হদিশই পেতেন না গ্রাহকরা। আর এই ভাবেই একের পর এক অ্যাকাউন্টে ঢুকে পড়তেন সাক্ষী।

