AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gun System: পাকিস্তানের ‘সোয়ার্ম’ ড্রোন প্রতিহত করতে ভারতের গান সিস্টেম কীভাবে কাজ করেছে জানেন

Gun System: আগামী জুলাই মাসে নতুন জেনারেশনের গান সিস্টেমের ট্রায়াল হবে। L-70, Zu-23, শিলকা, এলএমজি, এমএমজি-র মতো গান সিস্টেম ড্রোন ধ্বংস করার জন্য কার্যকর বলেই উল্লেখ করা হয়েছে।

Gun System: পাকিস্তানের 'সোয়ার্ম' ড্রোন প্রতিহত করতে ভারতের গান সিস্টেম কীভাবে কাজ করেছে জানেন
Follow Us:
| Updated on: May 22, 2025 | 7:52 PM

নয়া দিল্লি: পাকিস্তানের হামলায় যেভাবে ভারতের এয়ার ডিফেন্স গান সিস্টেম কাজ করেছে, তা যথেষ্ট কার্যকরী। ভারতের মাটিতে বিশেষ আঁচড়ও কাটতে পারেনি পাকিস্তানের পাঠানো ড্রোন-মিসাইল। সফল অপারেশনের পর আর্মি এয়ার ডিফেন্সের ডিরেক্টর জেনারেল, লেফট্যানেন্ট জেনারেল ইভান ডি কুনহা উল্লেখ করেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত করার সিদ্ধান্ত ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই সেনাকর্তা জানিয়েছেন, এই অপারেশন খুব কার্যকর ছিল এয়ার ডিফেন্স গান সিস্টেম। অন্যান্য দেশ যখন মিসাইলের দিকে ঝুঁকছে, তখনও ভারতীয় সেনা গান সিস্টেম ব্যবহার করায় সুফল পেয়েছে। L-70, Zu-23-র মতো গান সিস্টেম পাকিস্তানের সোয়ার্ম ড্রোন প্রতিহত করতে সফল হয়েছে।

আরও জানা গিয়েছে যে আগামী জুলাই মাসে নতুন জেনারেশনের গান সিস্টেমের ট্রায়াল হবে। L-70, Zu-23, শিলকা, এলএমজি, এমএমজি-র মতো গান সিস্টেম ড্রোন ধ্বংস করার জন্য কার্যকর বলেই উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চারদিনে বড়, ছোট ও মাঝারি আকারের একাধিক ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সংখ্যাটা প্রায় ৮০০ থেকে ১০০০। আর সেগুলির বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে পাঠানো হয়েছিল।