Love Triangle: ইনস্টাগ্রামের ত্রিকোণ প্রেম প্রাণ কাড়ল যুবকের, চাঞ্চল্যকর রহস্য ফাঁস পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 31, 2023 | 9:00 AM

খুন হওয়া যুবকের নাম মাহির। ২০ বছরের ওই যুবক গাজিয়াবাদের বাসিন্দা। দিল্লির পাহাড়গঞ্জে একটি ফ্লেক্স প্রিন্টিংয়ের দোকানে তিনি কাজ করতেন। তাঁকে খুনে মূল অভিযুক্ত ১৮ বছরের আরমান খান। ইনস্টাগ্রামের মাধ্যমে আরমান এবং মাহিরের সঙ্গে আলাপ হয়েছিল ২০ বছরের এক যুবতীর। ত্রিকোণ প্রেম ঘিরেই এই খুনের ঘটনা ঘটেছে।

Love Triangle: ইনস্টাগ্রামের ত্রিকোণ প্রেম প্রাণ কাড়ল যুবকের, চাঞ্চল্যকর রহস্য ফাঁস পুলিশের
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: দেশের রাজধানীতে দিন কয়েক আগে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল রাস্তার ধার থেকে। ওই যুবককে কুপিয়ে খুন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই ঘটনার তদন্তে নামে দিল্লি পুলিশ। এবং ইতিমধ্যেই যুবককে খুনে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত কারণেই এই খুন। এক যুবতীকে ঘিরে এক যুবককে খুন করেছেন ওই যুবতীর অপর প্রেমিকা ও তাঁর বন্ধুরা।

খুন হওয়া যুবকের নাম মাহির। ২০ বছরের ওই যুবক গাজিয়াবাদের বাসিন্দা। দিল্লির পাহাড়গঞ্জে একটি ফ্লেক্স প্রিন্টিংয়ের দোকানে তিনি কাজ করতেন। তাঁকে খুনে মূল অভিযুক্ত ১৮ বছরের আরমান খান। ইনস্টাগ্রামের মাধ্যমে আরমান এবং মাহিরের সঙ্গে আলাপ হয়েছিল ২০ বছরের এক যুবতীর। ত্রিকোণ প্রেম ঘিরেই এই খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর সঙ্গে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মাহির। যা দেখে রীতিমতো ক্ষেপে যান অভিযুক্ত আরমান। এর পর তাঁর এবং যুবতীর সম্পর্কের মধ্যে ঢোকার অভিযোগ তুলে মাহিরকে তুলোধনা করেন। আরমান মাহিরের সঙ্গে যুবতীর কথা বলা বন্ধ করতে তাঁর ফোন কেড়ে নেন। সেই ফোন ফেরত নিতে মাহিরকে ডেকেছিলেন আরমান। তা আনতে ভাগীরথী বিহারে যান মাহির। সেখানেই আরমান ও তাঁর দুই বন্ধু মাহিরের উপর আক্রমণ করেন। মাহিরের পেটে ছুরির কোপ করে তাঁকে খুন করেন। তার দেহ রাস্তার ধারে ফেলে পালিয়ে যান। সেখান থেকে ছুরিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করেছে। তবে ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি।

Next Article
Massive Fire in Factory: বছরের শেষদিনে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে মৃত্যু ৬ শ্রমিকের, ভিতরে আটকে অনেকে
Ayodhya-South Korea Link: জানেন অযোধ্যায় রাজকুমারীর বংশধরেরা আজও আছেন দক্ষিণ কোরিয়ায়