
নয়াদিল্লি: অপারেশন সিঁদুরে লাগল রাজনৈতিক রঙ। এখনই কীভাবে সফল সেনা অভিযান? মোদীর ‘ঘোষণাকে’ প্রশ্নের মুখে ফেলল দেশের বিরোধী শিবির। সোমবার দিল্লিতে দলের একটি সাংবাদিক বৈঠক থেকে এমনই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা তথা সাধারণ সম্পাদক ভূপেশ বঘেল।
তাঁর প্রশ্ন, ‘সন্ত্রাসবাদীরা পহেলগাঁও ২৬ জন পর্যটককে মেরে ফেলল, তাদের কী হল? তারা কী এখনও ধরা পড়েছে? তাদের কী মেরে ফেলা হয়েছে? আর যদি তা না হয়, তারপরও কীভাবে কেন্দ্র মেনে নিয়েছে অপারেশন সিঁদুর সফল?’ অবশ্য, কংগ্রেস প্রশ্ন সিঁদুরের সফলতা নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অভিযান এখন স্থগিত হয়েছে,শেষ নয়। সন্ত্রাসবাদী হামলা হলেই তার জবাব দেবে সিঁদুর।
এরপরেই বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস নেতার আরও দাবি, ‘ট্রাম্পের মুখ থেকে সংঘর্ষবিরতির কথা শোনা, আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা। এই ধরনের ঘটনা দেশের জন্য লজ্জাজনক ও অপমানকর। আমাদের প্রশ্ন কীভাবে ভারত পাকিস্তানের আগে আমেরিকা সংঘর্ষ বিরতি ঘোষণা করল? অবশেষে কাশ্মীর ইস্যুতেও আমরা কী বহিরাগতদের মধ্যস্থতা করার অধিকার দিয়ে দিয়েছি? সিমলা চুক্তি কি আর বৈধ নয়? এই সব ক’টা প্রশ্নের উত্তরই জনসাধারণের পাওয়া উচিত।’
ট্রাম্পের নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছেন আর এক কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তাঁর দাবি, ‘সিঁদুরের সঙ্গে কোনও আপোষ নয়।’
উল্লেখ্য, পহেলগাঁও হামলা ও তার পরবর্তী ঘটনাক্রমগুলি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সংসদে বিশেষ অধিবেশনের আবেদন জানিয়েছে কংগ্রেস। যে সকল প্রশ্নের উত্তর অধরা, তা খুঁজে বের করতেই বিশেষ অধিবেশনে আস্থা রাখছে বিরোধী শিবির। এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানিয়েছেন, ‘যা হয়েছে ভাল হয়েছে। কিন্তু কোন শর্তে সংঘর্ষ বিরতি হল তা জানা দরকার।’ বলে রাখা ভাল, বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি পাঠিয়েছেন CPIM সাধারণ সম্পাদক এম এ বেবিও।