Train Luggage: কতগুলি ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন? লাগেজে নয়া নিয়মটা জানেন তো?

Train Luggage: অনেক সময় সহযাত্রী লাগেজের ধাক্কায় অন্যদের অনেক অসুবিধা হয়, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Train Luggage: কতগুলি ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন? লাগেজে নয়া নিয়মটা জানেন তো?
ফাইল ছবি

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 12, 2023 | 8:18 AM

নয়া দিল্লি: ভারতীয় রেলে যাত্রী সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তাই তাঁদের সুবিধা-অসুবিধার কথা আরও বেশি করে ভাবার চেষ্টা করছে ভারতীয় রেল। তাই প্রতিনিয়ত পরিষেবার ক্ষেত্রেও অনেক পরিবর্তন করা হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না, বিমানের মতো ট্রেনের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমান ব্যাগ নিয়েই ওঠা যাবে। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এমনটাই নিয়ম থাকছে। ইতিমধ্যেই কতটা লাগেজ বওয়া যাবে, তা ধার্য করে দিয়েছে রেল। কারণ অনেক সময় সহযাত্রী লাগেজের ধাক্কায় অন্যদের অনেক অসুবিধা হয়, সে কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদি কোনও কারণে যাত্রীকে বেশি লাগেজ বহন করতে হয়, সে ক্ষেত্রে রেলের নির্দেশ, পার্সেল অফিসে গিয়ে লাগেজ বুক করতে হবে। অনেক সময় দেখা যায়, একজন যাত্রী কাছে এত বেশি ব্যাগ, যে অন্যজন ব্যাগ রাখার জায়গাই পান না। এতদিন কোনও নির্দিষ্ট ওজন বেঁধে না দেওয়ায় যে যেমন খুশি লাগেজ নিয়ে যেতে পারতেন ট্রেনে। সম্প্রতি সেই নিয়মে বদল করা হয়েছে। বেশি লাগেজ নিতে গেলে টাকা চাইবে রেল।

স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৪০ কেজি লাগেজ রাখা যাবে। সেকেন্ড ক্লাস এসি-র ক্ষেত্রে ৫০ কেজি ও ফার্স্ট ক্লাস এসির ক্ষেত্রে ৮০ কেজি পর্যন্ত মালপত্র বহন করা যাবে। টাকা দিয়ে এর থেকে বেশি ব্যাগ বহন করতে পারবেন যাত্রী। এছাড়া ১০৯ টাকা দিয়ে একটি লাগেজ ভ্যান বুক করতে পারবেন যাত্রীরা। আর নিয়ম ভাঙলে টিটি এসে জরিমানা নিয়ে যাবেন যাত্রীদের কাছ থেকে।