MQ-9B Drones: হেলফায়ার মিসাইল থেকে স্মার্ট বম্ব! চিন, পাকিস্তানকে ভয় ধরাবে এই যুদ্ধাস্ত্র
এমকিউ ৯বি ড্রোনে থাকছে একাধিক মিসাইল অ্যারে। সেখানে বিভিন্ন ধরনের মিসাইল মজুতের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা হানতে রয়েছে সেন্সর এবং ব়্যাডার সিস্টেম। এই ড্রোন ৪০ হাজার ফুট উপরে উড়তে সক্ষম। এক টানা ৪০ ঘণ্টা তা উড়তে পারে। অত উঁচু থেকেও লক্ষ্যবস্তুতে নিশানা করতে এই ধরনের ড্রোনের জুড়ি মেলা ভার।

নয়াদিল্লি: এমকিউ ৯বি (MQ-9B Drone) প্রিডেটর ড্রোন আমেরিকার থেকে কিনবে ভারত। ৩১টি প্রিডেটর ড্রোন বিক্রিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেস। ৪০০ কোটি ডলার খরচ পড়বে এই ড্রোন কিনতে। এই যুদ্ধাস্ত্র চলে এলে ভারতীয় সেনার শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির পাশাপাশি শক্তিশালী যুদ্ধ সরঞ্জামে সজ্জিত এই ড্রোন। বিপক্ষের এলাকায় ঢুকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে তা।
এমকিউ ৯বি ড্রোনে থাকছে একাধিক মিসাইল অ্যারে। সেখানে বিভিন্ন ধরনের মিসাইল মজুতের ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে লক্ষ্যবস্তুতে নিখুঁত নিশানা হানতে রয়েছে সেন্সর এবং ব়্যাডার সিস্টেম। এই ড্রোন ৪০ হাজার ফুট উপরে উড়তে সক্ষম। এক টানা ৪০ ঘণ্টা তা উড়তে পারে। অত উঁচু থেকেও লক্ষ্যবস্তুতে নিশানা করতে এই ধরনের ড্রোনের জুড়ি মেলা ভার। হেলফায়ার মিসাইল এবং স্মার্ট বম্ব ছুড়তে সক্ষম এই ড্রোন। জিপিএস সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা যাবে এই ধরনের ড্রোন।
আমেরিকার থেকে এই ধরনের ড্রোন মোট ৩১টি কিনবে ভারত। এর মধ্যে ১৫টি থাকবে নেভির আছে। নৌবাহিনীর প্রয়োজন মতো এই ১৫টি ড্রোনের ডিজাইন করা হয়েছে। বাকি ১৬টি ড্রোন থাকবে স্থলবাহিনী এবং বিমান বাহিনীর হাতে।
