
কলকাতা: সদ্য শেষ হয়েছে ১৮তম লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, দেশ স্বৈরাচারের দিকে এগোচ্ছে। সংকটে গণতন্ত্র। কিন্তু, শেষ পর্যন্ত তা হয়নি। আরও একবার জয় হয়েছে গণতন্ত্রেরই। গোটা বিশ্ব আরও একবার অবাক বিস্ময়ে দেখেছে। মাথা চুলকিয়েছে এই ভেবে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে কীভাবে কোনও সমস্যা ছাড়াই দশকের পর দশক ধরে নির্বাচন হয়ে চলেছে? আসলে এর সুরটা বেঁধে দেওয়া হয়েছিল দেশের একেবারে প্রথম নির্বাচন থেকেই। ১৯৫২ সালে, স্বাধীনতার মাত্র কয়েক বছর পরই নির্বাচন হয়েছিল সারা ভারত জুড়ে। ১৯৫১ সালের ২২ নভেম্বর, রাত সাড়ে আটটায় অল ইন্ডিয়া রেডিয়োতে এক ভাষণ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভাষণে তিনি বলেছিলেন, “এটা আমাদের সকলের পরীক্ষা। ভোটাধিকার পাওয়ার পর, এটাই আমাদের প্রথম নির্বাচন। আজ এখানে আমরা যে মান স্থির করব, সেটা একটা নজির হয়ে থাকবে। পরবর্তীকালের নির্বাচনের চালিকা শক্তি হয়ে উঠবে।” বাস্তবে, কেমন ছিল ভারতের প্রথম নির্বাচন? আজকের থেকে কতটা আলাদা ছিল? বাংলার ছবিটাই বা কী ছিল? আসুন ফিরে দেখা যাক দেশের এই গুরুত্বপূর্ণ ইতিহাস।...