Vande Bharat Express: চলতি মাসেই চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

হাওড়া-পুরীর পর পাটনা ও রাঁচির মধ্যেও যোগাযোগ বাড়াতে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শীঘ্রই সেই ট্রেনটির কথা ঘোষণা করা হবে বলে রেল সূত্রে খবর।

Vande Bharat Express: চলতি মাসেই চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
বন্দে ভারত এক্সপ্রেস। ফাইল ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

May 01, 2023 | 5:18 PM

নয়া দিল্লি: হাওড়া-পুরী (Howrah-Puri) বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ট্রায়াল রান সফল হয়েছে। এবার শীঘ্রই পাকাপাকিভাবে চালু হতে চলেছে এই ট্রেন পরিষেবা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই চালু হয়ে যাবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) হাতেই সেমি হাইস্পিড ট্রেনের মাধ্যমে ওড়িশার মন্দির-নগরী পুরীর সঙ্গে যুক্ত হবে কলকাতা। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই ট্রেনটিও একদিনেই হাওড়া থেকে পুরী আপ-ডাউন করবে।

রেল সূত্রে খবর, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন সকালে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুরে পুরী পৌঁছবে। আবার বিকালে পুরী স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং রাতে হাওড়া স্টেশনে ফিরে আসবে। হাওড়া থেকে পুরী যেতে বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে প্রায় সাড়ে ৬ ঘণ্টা। হাওড়া ও পুরীর মাঝে খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে।

হাওড়া-পুরীর পর পাটনা ও রাঁচির মধ্যেও যোগাযোগ বাড়াতে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শীঘ্রই সেই ট্রেনটির কথা ঘোষণা করা হবে বলে রেল সূত্রে খবর। তবে শুধু এটা নয়, দেশের প্রতিটি কোণাকে সেমি হাইস্পিড ট্রেনের সঙ্গে যুক্ত করতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে মোট ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করারও ঘোষণা করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছিলেন। বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিন এই ট্রেন চলে। সকাল ৫টা ৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে এবং এনজেপি পৌঁছয় দুপুর পৌনে ২টো নাগাদ। আবার ঘণ্টা খানেক পর ৩টে নাগাদ এনজেপি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে এবং হাওড়া পৌঁছয় রাত সাড়ে ১০টা নাগাদ। সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিবেগে ছোটে ট্রেনটি। প্রিমিয়াম ট্রেন শতাব্দী এক্সপ্রেসের থেকেও বিশেষ যাত্রী-সুবিধা রয়েছে সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেসে।